ব্রেক ইন মনসুন? না কি, বিপুল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ? ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যোগে…।eather bulletin Heavy Rainfall Thunderstorm rain in south bengal rain in north bengal


অয়ন ঘোষাল ও সন্দীপ প্রামাণিক: এসে গেল বুধবার বিকেলের আবহাওয়ার খবর। জানিয়ে দিলেন আবহাওয়া দফতরের (Kolkata weather office) প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী বললেন তিনি? মৌসুমি অক্ষরেখা হিমালয়ের (Himalaya) পাদদেশে অবস্থান করছে। জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এটি। মধ্য বাংলাদেশে রয়েছে আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত (upper air circulation)। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েকদিন ওয়াইড স্প্রেইড রেইন বাংলায়।

আরও পড়ুন: Top 6 Deadliest Cloudbursts: মুহূর্তের বৃষ্টিতে মহাপ্লাবন! জলের ছোবলে মৃত ১০৩৬৭! কী ভাবে ঘটে, কী এই এই মারণ ক্লাউডবার্স্ট?

উত্তরবঙ্গে

আজ, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার, শনিবার, রবিবার– এই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি– এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহারে। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

দক্ষিণবঙ্গে

আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু-এক জায়গায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা। তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।

ব্রেক মনসুন

ব্রেক মনসুন বা বর্ষার বিরতি (Break in Monsoon) হল বর্ষা মরশুমের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া। মৌসুমি বায়ুর স্থান পরিবর্তনের কারণে এটা ঘটে। অনেকেই আবহাওয়ার এই বিষয়টিকে কিছুদিনের জন্য বৃষ্টি না হওয়ার ব্যাপার বলেও মনে করেন। এই বর্ষার বিরতি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এটি প্রতি বছরই কমবেশি ঘটে থাকে। তবে একটি মনসুন থেকে ব্রেক মনসুনের সময়সীমার তারতম্য ঘটে ৩০ থেকে ৬০ দিনের।

আরও পড়ুন: Kalp Kedar Destroyed: আদি শঙ্করাচার্যের স্মৃতিবিজড়িত কল্পকেদার ফিরে গেল সেই পাতালেই, ক্ষীরগঙ্গার ভয়ংকর প্লাবনের নীচে…

গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছেঃ

উত্তরবঙ্গে

গয়েরকাটা ১২০ মিলিমিটার। বক্সা দুয়ার দলগাঁও ৮০ মিলিমিটার। মেখলিগঞ্জ আনন্দপুর ৭০ মিলিমিটার। কুমারগ্রাম পাটকা পাড়া গোপালপুর ৬০ মিলিমিটার। ময়নাগুড়ি ওদলাবাড়ি ভাত খাওয়া সরস্বতীপুর ৫০ মিলিমিটার। গাজোলডোবা জুড়ান্তি হাসিমারা ৪০ মিলিমিটার। 

দক্ষিণবঙ্গে

মোহনপুর ৭০ মিলিমিটার। ডায়মন্ড হারবার আমতা সিউড়ি ৬০ মিলিমিটার। মেদিনীপুর ও ক্যানিং ৫০ মিলিমিটার। রাজনগর তিলপাড়া ব্যারেজ সিউড়ি কল্যাণী ৪০ মিলিমিটার।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *