অনুপ কুমার দাস:
রিলস আর শর্টস ভিডিয়ো শুট করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত ১৬-১৭ বছরের কিশোর। নদিয়ার নাকাসিপাড়া ব্লকের মাঝেরগ্রাম কুলেপোতার ঘটনা। ভাগীরথীর ছাড়া জলে রিলস করতে গিয়ে তলিয়ে যাওয়া নাবালক দেহ উদ্ধার হল। অতিরিক্ত বৃষ্টির জল এবং ভাগীরথী ছাড়া জল কতটা বাড়ল দেখতে গিয়ে ভিডিয়ো বানাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম শবনম মল্লিক। মৃত কিশোর নাকাশিপাড়া ব্লকের কাঠালবেড়িয়ার মুসলিম পাড়ার বাসিন্দা।
হরকুমার স্কুলের ষষ্ঠ শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করত সে। ঘটনার সময় একসঙ্গে কয়েকজন ছিল জলে। স্থানীয় মানুষেরা জলে নেমে বাকীদের উদ্ধার করলেও একজন নিখোঁজ থাকে, খবর যায় প্রশাসনের কাছে। প্রশাসন স্পীড বোট নিয়ে ডুবুড়ি দিয়ে তল্লাশি করে। ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন ও পুলিশ। আজ তার দেহ উদ্ধার করা হয়। আরও জানা যায় যে, সে মুম্বইয়ে কাজ করত,গত সোমবার বাড়ি ফেরে। গতকাল বেরিয়ে গঙ্গার বাড়া জলে ভিডিয়ো করতে গিয়ে তলিয়ে যায়,আজ বুধবার মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: SIR: তালিকায় আচমকা কেন বাদ ৬৫ লক্ষ ভোটারের নাম? নির্বাচন কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)