মৃত্যুঞ্জয় দাস: ফের বজ্রপাতে মৃত্যু। বাঁকুড়ায় বাজ পড়ে ফের জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যায় বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের। এই নিয়ে গত ১৫ দিনে বজ্রপাতে বাঁকুড়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। গতকাল সন্ধ্যায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়। যার জেরেই বজ্রপাতে গত ১৫ দিনে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।
চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায়। নজিরবিহীনভাবে মাঝেমধ্যেই বজ্রগর্ভ মেঘের কারণে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয় ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। শুরু হয় বৃষ্টিও।
আর সেই বৃষ্টির সময়ই দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশি গ্রামে রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামে জয়ন্ত মন্ডল ( ৬৩) নামে দুজনের মৃত্যু হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুজনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন, Canning Local: রাতের ক্যানিং লোকালে ভয়ংকর ঘটনা! চলন্ত ট্রেনেই তারকেশ্বর ফিরতিরা….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)