অয়ন ঘোষাল: ব্রেক মনসুন বাংলায়। হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখার অবস্থান। উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। অসমেও আপার এয়ার সার্কুলেশন।
ঘুর্ণাবর্ত ও অক্ষরেখার এই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। বাংলাদেশের দক্ষিণ ভাগে শুক্রবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর পাটিয়ালা মুজাফফরনগর খেড়ি বাল্মীকিনগর হয়ে পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশ এলাকা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন জম্মু-কাশ্মীর এলাকায়। নতুন করে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হবে শুক্রবার।
উত্তর-পূর্ব অসাম এবং উত্তর বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাডু উপকূল এবং রয়েল সীমাতে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ কেরালাতে আরো একটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টি উপকূল ও পুবের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আজ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার মালদাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
আরও পড়ুন-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! নিখোঁজ ১০ সেনাও! উদ্ধারকাজ চালাতে গিয়ে…
সোমবারে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
কলকাতা
মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
কলকাতার তাপমান।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২৭.৬ মিলিমিটার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)