নাগরিকত্বের আবেদন করতে ঠাকুরবাড়িতে ভিড় মতুয়াদের, তৃণমূলকে নিশানা শান্তনুর| BJP starts form fillup for citizenship in Bangaon


মনোজ মণ্ডল: সামনে ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তারমধ্যেই মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমার একাধিক এলাকায় ক্যাম্প করে নাগরিকত্বের ফর্ম ফিলাপ করাচ্ছেন বিজেপি নেতারা৷ সেই আবহেই এবার ঠাকুরবাড়িতে নাগরিকত্বের ফর্ম ফিলাপ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সারা ভারত মতুয়া মহাসংঘ।

এদিকে, দিন কয়েক ধরেই ঠাকুরবাড়িতে চলছে সিএএ ক্যাম্প ৷ মঙ্গলবার ঠাকুরবাড়ি নাথমন্দিরে এই সিএএ এর প্রশিক্ষণ শিবিরে  নদীয়া,হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ একাধিক এলাকা থেকে বহু ব্যক্তিকে  শিবিরে যোগদান করতে দেখা গেল ৷ পাশাপাশি ঠাকুরবাড়িতে ফর্ম ফিলাপ করতে বহু মানুষের ভিড় চোখে পড়ল ৷

আরও পড়ুন-কাজ থেকে ফিরে ঘর খুলতেই আঁত্কে উঠলেন স্ত্রী, যাকে একটু আগেই চা খাইয়ে গেলেন সে কিনা…

আরও পড়ুন-নবান্ন অভিযানে ‘অসুস্থ’ আরজি করের নির্যাতিতার মা, ভর্তি হাসপাতালে

 শিবির নিয়ে শান্তনু ঠাকুর বলেন  বহু মানুষ এই শিবিরে এসে যোগদান করেছে, কিভাবে মানুষকে ফর্ম ফিলাপ করাতে হবে কি কি নথিপত্র দরকার তা জেনে যাচ্ছেন ৷ 
 শান্তনু বাবু আরো বলেন  প্রায় দশ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই সিএএ এর ফরম ফিলাপ করেছে ৷ শতাধিক মানুষ ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়ে গিয়েছে ৷ 

 শান্তনু বলেন তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে এর বিষয়ে ভীতি তৈরি করছে ৷ ফর্ম ফিলাপ করলে কেউ বেনাগরিক হয়ে যাবে না ৷

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *