রণজয় সিংহ: শুক্রবার সকালে পাড়ার রাস্তায় খেলাধূলায় মত্ত ছিল ওই একরত্তি। অভিযোগ, তাকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর। পরে ওই শিশু কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীদের পাশাপাশি বাবা-মাও ছুটে যান। ঘটনাস্থলে গিয়েই রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তার বাবা-মা।
দাবি, পরে বিষয়টি কিশোরের বাবা-মাকে বলতে গেলে নির্যাতিত শিশুটির পরিবারের কথা কানে দেয়নি অভিযুক্তের পরিবার। এমনকি থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্য়দিকে গ্রামেি রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
অবস্থার অবনতি হওয়ায় রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বালককে গ্রেফতার করেছে পুলিস। শনিবার অভিযুক্তকে জুভেনাইল কোর্টে তুলবে চাঁচল থানার পুলিস।
এদিকে মালদার চাঁচল থানার এই গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আশঙ্কাজন অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু।
আরও পড়ুন, Teesta Landslide: প্রবল দুর্যোগ! জাতীয় সড়কে জায়গায় জায়গায় ধস, রাস্তা টানা বন্ধ ৮ দিন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)