জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য় সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে দারুণ সাড়া। ‘এখনও পর্যন্ত ক্যাম্পে এসেছেন ৩০ লক্ষ মানুষ’, এক্স হ্যান্ডেল পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আমি গর্বিত, বাংলার মানুষ আমাদের এই প্রকল্পেও এরকম আন্তরিকভাবে সাড়া দিয়েছেন’।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘কেন এত নেতা খুন হচ্ছেন’? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বললেন…
নজরে ছাব্বিশ। পুজোর আগেই নয়া প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। বস্তুত, ২ অগাস্ট থেকে প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে। সেই প্রকল্পের ‘সাফল্যের খতিয়ান’ তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী।
এক্স হ্যান্ডেল পোস্টে মমতা লিখেছেন, ‘৩০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ক্যাম্পে এসেছেন। আমি গর্বিত, বাংলার মানুষ আমাদের এই প্রকল্পেও এরকম আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। আমাদের যে সকল সরকারি কর্মী ও আধিকারিক দিনরাত পরিশ্রম করে এই প্রকল্পকে এভাবে সাফল্যমন্ডিত করে চলেছেন তাঁদেরও আমার অভিনন্দন জানাই’।
সারা বাংলা জুড়ে আমাদের যে “আমার পাড়া আমার সমাধান” প্রকল্প চলছে, আজ পর্যন্ত তার সাফল্যের খতিয়ান আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
আজ, ১২.০৮.২০২৫, বিকেল ৪:০০ পর্যন্ত ফলাফল –
•মোট বুথ যা এই প্রকল্পে কভার করা হবে: ৮০,৬৮১
•আজ পর্যন্ত কভার করা বুথের সংখ্যা: ১৪,২৬৫
•এই প্রকল্পে…
— Mamata Banerjee (@MamataOfficial) August 12, 2025
এর আগে, নবান্নে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন জেলাশাসক, পুলিস সুপার এবং বিভিন্ন কমিশনারেটের পুলিস কমিশনারা। বার্তা দেন, ‘দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না সেটা করলে হবে না। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ভালো করে করতে হবে। যার যা সমস্যা তার সমাধান করতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে’।
আরও পড়ুন: Nabanna Abhiyan: ‘নবান্ন অভিযানে আরজি করে নির্যাতিতার মাকে পুলিশি মারধরের কোনও প্রমাণ মেলেনি…’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)