‘নবান্ন অভিযানে আরজি করে নির্যাতিতার মাকে পুলিশি মারধরের কোনও প্রমাণ মেলেনি…’ Kolkata Police reacts Nabanna Abhiyan in protest of RG Kar Incident


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আরজি কর কাণ্ডে নির্যাতিতার মাকে পুলিশি মারধরের কোনও প্রমাণ মেলেনি’, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন কলকাতা পুলিসের জয়েন্ট সিপি মীরাজ খালিদ। বললেন, ‘আমাদের কাছে ভিডিয়ো ফুটেজ আছে’।

আরও পড়ুন:  Election Commission vs Nabanna: কমিশন-রাজ্য সংঘাত তুঙ্গে, এবার দিল্লিতে মুখ্যসচিবকে… বড় আপডেট..

এক বছর পার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের হল নবান্ন অভিযান। কবে? গত ৯ অগাস্ট। সেই কর্মসূচি শামিল হয়েছিলেন নির্যাতিতার মা-ও। শুভেন্দু অধিকারীর দাবি, তিনি আহত হয়েছেন। আঘাত  লেগেছে মাথায়। নির্যাতিতার মা বলছেন, পুলিসের ধাক্কাধাক্কিতে তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি ছিলেন। 

কলকাতা পুলিসের জয়েন্ট সিপি বলেন, ‘পুলিশের কাছে সেই দিনের ঘটনার (নবান্ন অভিযানের সময়) বেশ কিছু ভিডিয়ো রয়েছে। সব ভিডিয়ো খতিয়ে দেখা হয়েছে, তবে এখনও পর্যন্ত নির্যাতিতার মাকে রাস্তায় ফেলে পুলিশি মারধরের কোনও ঘটনা ভিডিয়ো ফুটেজে দেখা যায়নি’। তাঁর আবেদন, ‘যদি কারও কাছে ওই ঘটনা সম্পর্কিত কোনও ভিডিয়ো বা ছবি থাকে, তা হলে তা পুলিশকে দিন’।

আরও পড়ুন:  Calcutta High Court: তুলকালাম কাণ্ড! কলকাতা হাইকোর্টের গেটের সামনে গায়ে কেরোসিন ঢেলে…

জয়েন্ট সিপি-র দাবি, পুলিশের অনুমতি ছাড়াই ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’ কর্মসূচি করা হয়। তিনি বলেন,  ‘৪০০-৫০০ জন লোক ডোরিনা ক্রসিংয়ের সামনে জড়ো হয়ে পার্ক স্ট্রিটের দিকে এগোনোর চেষ্টা করেন। জমায়েত থেকে পুলিশকে খারাপ কথা বলা হয়। এমনকি পুলিশকে মারধর করেন অনেকে’। সাংবাদিক বৈঠকে পুলিসকে মারধরের ভিডিয়ো-ও দেখানো হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *