Unnatural Death: ৩ দিন আগে কাজ যোগ, উদ্ধার নার্সের ঝু*ল*ন্ত দে*হ! আ*ত্ম*হ*ত্যা হতেই পারে না, বলছে পরিবার…


বিধান সরকার: নন্দীগ্রামের মেয়ের সিঙ্গুর নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু! উত্তেজনা। পথ অবরোধ। তিন দিন আগে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দিপালী জানা। বুধবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে। পুলিসকে ঘিরে বিক্ষোভ। বছর ২৪ এর দিপালীর বাড়ি নন্দীগ্রামে। খবর পেয়ে ভোর রাতে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন। শ্রীরামপুর চন্ডীতলা যাবার রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন, Husband Beats Wife: ‘ভাই-ভাইবউয়ের সঙ্গেই শো*বে দিদি’, ননদ-স্বামীর ঘ*নি*ষ্ঠ*তা! প্রতিবাদ করতেই নির্মম মা*র যুবতীকে, ভয়ংকর VDO…

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হুগলির সিঙ্গুর বোড়াই তেমাথায় এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নন্দীগ্রামের দিপালী গত তিনদিন আগে নার্সিংয়ের কাজে যোগ দেন। বুধবার রাতে নার্সিংহোমের চারতলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গত বছর বাঙ্গালোরে জিএনএম নার্সিং করেন দিপালী জানায়, তার বাবা সুকুমার জানা। তিনদিন আগে এক বান্ধবীর মারফত সিঙ্গুরের নার্সিংহোমে চাকরি করতে এসেছিল।

মৃতার বাবা সুকুমার জানার অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায় আপনি তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। রাত সাড়ে তিনটের সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছাই। গেট লাগানো ছিল গেট খুলে ভেতরে ঢুকি। দিপালী কোথায় জানতে চাই তখন বলে থানায় নিয়ে চলে গেছে। আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখিয়ে কেন থানায় নিয়ে যাওয়া হল।

বাবার আরও অভিযোগ, আমার মেয়েকে এরা খুন করেছে। আমি উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং মালিকের শাস্তি চাই । মেয়ে এখানে নার্সিং করত। তিন দিন হল কাজে যোগ দিয়েছে। আমার মেয়ে কোনওদিন আত্মহত্যা করতে পারে না। গত পরশুদিন রাত আটটা সাড়ে আটটার সময় আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে, তখন সে ভালোভাবে কথা বলে।

নার্সিংহোমে দিপালীর বান্ধবী মল্লিকা বাউরি বলেন, ওকে কারও সঙ্গে কথা বলতে দেখিনি তবে কি কারনে এই ঘটনা তা বলতে পারব না। আমি যখন উপরে গিয়েছিলাম তখন দেখি ঘরের দরজা বন্ধ। জানলা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপরেই আমি সবাইকে বিষয়টি জানায়। রাতে কাউকে না বলে হঠাৎ করে বাইরে বেরিয়ে যায়, এরপর গোটা নার্সিংহোমে খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও দেখতে পাই না। ফোন করলেও ফোন সুইচ অফ বলে। বাড়ি নিয়ে কোনও চিন্তা ছিল। কালকে বাড়ি চলে যাব বলছিল। তবে নার্সিংহোমে কিছু হয়নি।

আরও পড়ুন, Purulia: ঘাতক পরকীয়ায় র*ক্তাক্ত পুরুলিয়া! প্রেমিকই মা*রল যুবতী, তাঁর বোন ও মেয়েকে… রেললাইনে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *