অভিষেকেই ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি! Diamond Harbour FC in semi finals of Durand Cup


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড অভিষেকেই সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি! জামশেদপুর এফসিকে  ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তাও আবার অ্য়াওয়ে ম্যাচে! সেমিফাইনালে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে ম্য়াচে জয়ী দলের মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন:  Bula Chowdhury: সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ২৯৫ মেডেল উদ্ধার, এখনও মেলেনি পদ্মশ্রী পদকটি

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ক্লাব। আই লিগের টিম হিসেবে এবারই প্রথম ডুরান্ড কাপে খেলছে ডায়মন্ড হারবার। কোচ, কিবু ভিকুনা।  ডুরান্ডের গ্রুপ পর্যায় দুটি ম্যাচে রীতিমতো দাপট সঙ্গে খেলে  জিতেছিল  ডায়মন্ড। মোহনবাগান  কাছে পাঁচ গোলে হারতে হয়েছিল। এদিন জামশেদপুরে কোয়ার্টার ফাইনালে অবশ্য চোটের জন্য দলে ছিলেন না বিদেশি ক্লেটন সিলভেইরা। কিন্তু তাতে সমস্যা তো দূর, বরং অ্যাওয়ে ম্যাচে জয় এল সহজেই।

ম্যাচের ৩ মিনিটের মাথায় গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন সাই রুয়াতকিমা। কর্নার থেকে ফিরতি বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। বস্তুত, প্রথমার্ধে  ৬৫ শতাংশ বলই ছিল কিবু ভিকুনার ছেলেদের পায়েই। এরপর বিরতির ঠিক আগে, ৪২ ডায়মন্ড হারবার হয়ে ফের গোল করেন সেই রুয়াতকিমা।

আরও পড়ুন:  MS Dhoni: ধোনির জন্যই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন! বীরুর পর বিস্ফোরক ভারতের বিশ্বকাপ হিরোও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *