বিয়ে করতে চাইছিল না প্রেমিক! সিঙ্গুরে নার্সের মৃত্যুতে পুলিসের হাতে চাঞ্চল্যকর তথ্য| Singur nurse killed self due to depression from relation with boyfriend says police


বিধান সরকার: হুগলির সিঙ্গুরের বেসরকারি নার্সিংহোমে নার্স দীপালি জানার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রেমিক রাধাগোবিন্দ ঘটককে গ্রেফতারের পর আদালতের নির্দেশে হেফাজতে নেয় পুলিস। তাঁকে নিয়ে জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, ঘটনার দুদিন আগে অর্থাৎ ১০ আগস্ট তারা ডানকুনির একটি হোটেলে রাত কাটিয়েছিলেন। শুধু তাই নয়, অতীতেও একাধিকবার একসঙ্গে ঘুরতে যাওয়া ও হোটেলে থাকার ঘটনা ঘটে।

এতদিন এভাবেই চলছিল। সম্প্রতি দীপালি বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে নানা অছিলায় রাধাগোবিন্দ প্রস্তাব এড়িয়ে যায়। তা থেকেই মানসিক অবসাদে দীপালি গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পুলিসের।

আরও পড়ুন-SIR বিতর্কে বিড়ম্বনায় কমিশন, ভোটার তালিকা থেকে উধাও আস্ত একটি বিধানসভাকেন্দ্র!

আরও পড়ুন-এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কে এই সি পি রাধাকৃষ্ণন

এদিকে, পুলিসের এই বক্তব্যের বিরুদ্ধে সরব মৃতার পরিবার। দীপালির বাবার অভিযোগ , “পুলিস পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদি মেয়ের ব্যক্তিগত সম্পর্কের ঘটনা সত্যি হত তবে তার মৃতদেহ অন্যত্র নিয়ে যাওয়া হত না।”

দীপালীর মা-ও জানান, “রাধাগোবিন্দ যা বলেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার মেয়ের এধরনের কোনো সম্পর্ক ছিল না।” ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *