স্কুটি শিখতে এসে ঝামেলা! বান্ধবীকে খালে ফেলে বেপাত্তা যুবক, আনন্দপুরে জোর চাঞ্চল্য…| Trouble during scooter lessons Youth absconds after pushing girlfriend into canal major commotion in Anandapur


অয়ন ঘোষাল: স্কুটি শিখতে এসে ঝামেলা। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ‍ যুবকের বিরুদ্ধে। মাঝ রাতে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। যদিও খাল থেকে খালি হাতেই উঠে আসতে হয়েছে ডুবুরিকে। ঘটনার পর থেকে খোঁজ নেই যুবকেরও।

আরও পড়ুন:Achyut Potdar Death: বিনোদন জগতে শোকের ছায়া! প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা…

ঘটনাটি ঘটে, আনন্দপুর থানা এলাকার চিনা মন্দির। খালের ধারে রাস্তায় দিন কয়েক ধরেই লক্ষ‍্য করা যাচ্ছিল এক যুবতীকে স্কুটি চালানো শেখাচ্ছেন এক যুবক। এলাকার বাসিন্দারা সোমবার রাত ন’টা নাগাদ লক্ষ‍্য করেন দুজনের মধ্যে ঝগড়া চলছে। তারপর হঠাৎ কেউই নেই। পড়ে রয়েছে স্কুটি ও একটি মোবাইল ফোন। 

স্থানীয়দের সন্দেহ যুবতীকে খালে ধাক্কা মেরে ফেলে পালিয়েছেন যুবক। এরপর খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। ঘটনাস্থলে এসে পুরো বিষয় জানার পর ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি। সোমবার রাত সাড়ে ১২ টায় খালে নামানো হয় ডুবুরি। পঞ্চান্নগ্রাম এলাকা থেকে ঘটনাস্থলে চলে আসেন যুবতীর পরিবারের সদস্যরাও। তাঁদের উপস্থিতিতে প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি। কিন্তু যুবতীকে পাওয়া যায়নি।

আরও পড়ুন:Bengal Weather Update: সপ্তাহজুড়ে গভীর নিম্নচাপের তাণ্ডব! সমস্ত জেলায় ভারী বৃষ্টি, আবহাওয়ার লেটেস্ট আপডেট…

ঘটনার পর থেকে পলাতক যুবক, দাবি এলাকার মানুষের। ২৩ বছরের ওই মহিলাকে এখনও পাওয়া যায়নি। জানা গিয়েছে, নিখোঁজ যুবতীর নাম রনিতা বৈদ্য (২৩), বাড়ি- উত্তর পঞ্চান্নগ্রাম। অন্যদিকে পলাতক, যুবক- রোহিত আগরওয়াল। পেশায় রোহিত একটি অ্যাপ পরিষেবা বাইক চালায় (ব্লিঙ্কিট)। তাঁর বাড়িও উত্তর পঞ্চান্নগ্রামে।

ঘটনার পর থেকে দুজনের কারুর খোঁজ মেলেনি। যুবতী সম্ভবত জলেই ডুবে আছে। অথবা উঠে অন্য কোথাও চলে গিয়েছে। যুবক ঘটনার পর স্কুটি ফেলে পলাতক। দুজনের বাড়ি উত্তর পঞ্চান্নগ্রাম। তথ্য: পুলিস সূত্রে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *