অলৌকিক, অবিশ্বাস্য়! জগন্নাথ মন্দিরের দীঘায় আকাশগঙ্গা, অদ্ভূত জ্যোতির্পুঞ্জে চমত্‍কার… A Unique Ray of light appears in the sky at Digha


কিরণ মান্না: এ কেমন আলৌকিক কাণ্ড! সন্ধ্যার আকাশে অদ্ভুত দর্শন রশ্মির আলো। কিছুক্ষণের মধ্য়েই আবার মিলিয়েও গেল সেই অলোক রশ্মি। পর্যটকরা হতবাক। চাঞ্চল্য ছড়াল দীঘায়।

আরও পড়ুন:  Rail Accident: পাঁশকুড়ায় বড় দুর্ঘটনা! ব্যস্ত সময়েই লাইন থেকে নেমে গেল লোকাল ট্রেনের নতুন বগি…

স্রেফ পর্যটনকেন্দ্র , দীঘায় এখন তীর্থক্ষেত্রও। পুরীর আদলে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে সৈকত শহরে। শনিবার সেই মন্দিরে মহা ধুমধামে পালিত হল জন্মষ্টমী উত্‍সব। দূরদূরান্ত থেকে এসেছিলেন ভক্তেরা। এরপরই ঘটে গেল এক অবিশ্বাস্য় ঘটনা।

সারাবছর দীঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। ঘড়িতে তখন সাড়ে ছয়টা। সমুদ্রের উপরে আকাশের দিকে তাকিয়ে হতবাক হয়ে যান অনেকেই। মেঘহীন নীল আকাশে নজরে পড়ে সাদা রংয়ে একটি অদ্ভূত দর্শন আলোকরশ্মির। দেখতে অনেকটা আকাশগঙ্গার মতোই। একদিকে আলো, অন্য়দিকে ধোঁয়া! তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। অল্প কিছুক্ষণের মধ্য়েই আকাশে মিলিয়ে যায় সেই অলোকরশ্মি।

আরও পড়ুন:  Kurseong Death: মৃ্ত্যুর কিনারা করতে অডিয়ো ভিডিয়ো বয়ান রেকর্ড! ‘কী করে কী হল’ বুঝতে পারছেন না স্বপ্ননীলের বাবা…

এদিকে জন্মাষ্টমীর আগেও এক অপরূপ দৃশ্য দেখা গিয়েছিল দীঘায়। জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে সূর্যকে আলিঙ্গন করে এক অপূর্ব রামধনু-বলয় প্রকাশ পেয়েছিল আকাশে।  এই চক্র রামধনু দেখে বিস্মিত, অভিভূত হয়ে পড়েছিলেন সকলে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *