তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে তপস্যা বশিষ্ঠ মুনির, এখানেই মা তারার দর্শন বামাক্ষ্যাপার…।kaushiki amavasya 2025 kaushiki amavasya date and time shani amavasya Ma tara devi tara hindu devi buddhist devi tarapith


প্রসেনজিৎ মালাকার: আগামীকাল, শুক্রবার ২২ অগাস্ট কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)-র পুণ্যলগ্ন। কথিত আছে, এই কৌশিকী আমাবস্যার রাতেই তারাপীঠের (Kaushiki Amavasya in Tarapith) মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব তথা বামাক্ষ্যাপা (Bamakhepa)। সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে (Tarapith)। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।

আরও পড়ুন: Ahmedabad School Student Murder: ভয়াবহ! ক্লাস টেনের ছাত্রকে কু*পিয়ে খু*ন করেছিল নাইনের যে ছেলেটি, সামনে এল খু*নের ঠিক পরেই বন্ধুর সঙ্গে করা তার হাড়হিম চ্যাট…

তারাপীঠে কৌশিকী

সিদ্ধপীঠ তারাপীঠ।  তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেবও। সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও।

নির্বিঘ্নে 

এ বছর ২২ অগাস্ট শুক্রবার বেলা ১১ টা ৫৬ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। অমাবস্যায় তিথি চলবে পরের দিন, অর্থাৎ, ২৩ অগাস্ট শনিবার  বেলা ১১ টা ২৪ মিনিট পর্যন্ত। মন্দির কমিটির আশা, এ বছর প্রায় ৪ থেকে ৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন। সেই উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ। তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিস ও তারাপীঠ মন্দির কমিটি। 

পুলিসিব্যবস্থা ও যাননিয়ন্ত্রণ

তারাপীঠ মন্দিরের প্রবেশপথগুলিতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর গেট। তারাপীঠ মন্দির ও তারাপীঠ মন্দির-এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। মন্দির কমিটির পক্ষ থেকে ১৭৫ জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের ৩০০   আধিকারিক-সহ ১০০০ জন পুলিসকর্মী এবং ১৭০০ সিভিক ভল্যান্টিয়ার মোতায়েন করা হবে। থাকবে মহিলা ও সাদা পোশাকের পুলিসও। তারাপীঠ এলাকা জুড়ে ২০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিসের নজরদারির জন্য ১০ অস্থায়ী ওয়াচটাওয়ার তৈরি করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৩৭টি ড্রপগেট করা হয়েছে। আজ বিকেল চারটের পরে তারাপীঠে কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। রামপুরহাট-তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে। সেখান থেকে যানবাহন ঘুড়িয়ে দেওয়া হবে চাকপাড়ার দিকে। অন্য দিকে, ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়, চাকপাড়া মোড়, মল্লারপুরের আম্বা মোড়, বাহিনা মোড় তারাপীঠ থানার বেসিক মোড়ে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন: Kaushiki Amavasya 2025: কবে কৌশিকী অমাবস্যা? কখন পড়ছে তিথি? নিশিপালন কবে? জানুন কৌশিকীর আশ্চর্য মহিমা…

তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

ইতিমধ্যেই তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক  করেছে বীরভূম জেলা প্রশাসন। আবাসিকদের কাছ থেকে যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না নেওয়া হয় তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তারাপীঠে অলিতে-গলিতে যাতে দমকল বাহিনীর গাড়ি যাতায়াত করতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরন করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *