জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবন ও স্বাস্থ্যবিমার (Health Insurance) প্রিমিয়ামে জিএসটি (GST) কমানো নিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বিরোধীদের চাপের মুখে থাকা কেন্দ্র অবশেষে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিমার প্রিমিয়ামে ১৮% কর সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিচ্ছিল বিমা পরিষেবাকে।
আরও পড়ুন, Unnatural Death Case: একসঙ্গে টিফিন করেন স্বামী-স্ত্রী! বউ বেরিয়ে যেতেই ৮ তলা থেকে বীভত্স কাণ্ড…
বিশেষত মধ্যবিত্ত ও বয়স্কদের জন্য স্বাস্থ্যবিমা হয়ে উঠছিল বাড়তি বোঝা। বিরোধীরা বারবার দাবি তুলেছিলেন—বিমা করমুক্ত না হলেও অন্তত করের হার উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী ইঙ্গিত দিয়েছে, প্রিমিয়ামে কর কমিয়ে দেওয়া হবে। এতে বিমার প্রিমিয়াম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
যদিও বিশেষজ্ঞদের মতে, শুধু কর হ্রাস নয়, বাস্তবে বিমা কোম্পানিগুলি যাতে সেই সুবিধা গ্রাহকের কাছে পৌঁছে দেয়, সেটাও নিশ্চিত করতে হবে। নইলে সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষ পাবেন না। জিএসটি কাউন্সিলের আসন্ন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
যদি কার্যকর হয়, তবে বিমার প্রিমিয়ামে উল্লেখযোগ্য হারে কর কমবে এবং মানুষ আরও বেশি করে জীবন ও স্বাস্থ্যবিমায় আগ্রহী হবেন। সুরক্ষা ও আর্থিক নিরাপত্তার পথে এটি সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)