বাড়িতে ইডি আসতেই পালানোর চেষ্টা! ফের কেন্দ্রীয় এজেন্সির হানা জীবনকৃষ্ণের বাড়িতে…| Attempted to flee as ED raided his house Central agency raids again at Jiban Krishna Sahas residence


সোমা মাইতি: মুর্শিদাবাদে ইডির হানা। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও বড়ঞারই এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ইডি তল্লাশি চলছে সোমবার সকাল থেকেই। প্রাথমিক অনুমান, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তেই ইডির হানা মুর্শিদাবাদের বড়ঞায়। 

আরও পড়ুন:Son Abandoned Mother: ‘ছেলে মেরে তাড়িয়ে দিয়েছে…’ অশীতিপর বৃদ্ধার ঠাঁই এখন… অত্যাচারের কথা শুনলে চোখে জল আসতে বাধ্য…

রাজেশ ঘোষ নামের এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে বাড়িতে সকালে ইডির আধিকারিকদের একটি টিম এসে পৌঁছায়। অন্যদিকে, ইডির আরেকটি দল হানা দেয়  মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। সকাল থেকেই বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। ২০২৩ সালের ১৪ এপ্রিল বড়ঞার আন্দি গ্রামে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুরু হয় সিবিআই-এর তল্লাশি।  মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করে সিবিআই। বন্দি ছিলেন প্রেসিডেন্সি জেলে। ২০২৪ এর ১৪ মে জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করেছিল কোর্ট। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। এদিন সকালে বিধায়কের আন্দির বাড়িতে ফের কেন্দ্রীয় সংস্থার অভিযান। ফের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ছিলেন তৃণমূল বিধায়ক। সোমবার বিধায়ক ও আরেক ব্যক্তির বাড়িতে শুরু ইডির তল্লাশি।

আরও পড়ুন:Bengal Weather Update: ৩৬ দিনের মাথায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ৯ম নিম্নচাপ! অসহ্য গরমের পরে বাড়বে বৃষ্টি! ১ সেপ্টেম্বর পর্যন্ত…

এদিন সকাল থেকেই বিধায়কের নানান আত্মীয়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ি এবং পিসির বাড়িতে যায় ইডি।

২০২৩ সালে ইডির হানায় জীবনকৃষ্ণ নিজের দুটি মোবাইল বাড়ির পিছনে পুকুরে ফেলে দিয়েছিলেন। এইবারেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবারেও তৃণমূল বিধায়ক নিজের দুটি ফোন ঝোপে ফেলে দেন। এবং বাড়ির পিছন দিক দিয়ে পালানোর চেষ্টা করেন। তদন্তকারীদের অনুমান, বিধায়ক তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেন। কিন্তু ইডি আধিকারিকরা সেই ফোন দুটিকে উদ্ধার করতে সক্ষম হন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *