সাইকেলে স্কুলে যাচ্ছিল ছেলেটি, আচমকা মালবোঝাই লরির ধাক্কায় সাইকেলসমেত লরির তলায়…ভয়ংকর… । Deadly Road Accident in Paschim Medinipur lorry collision with schoolgoer boy on cycle


চম্পক দত্ত: লরি এসে ধাক্কা দিল সাইকেলে (Lorry Collide with Cycle)। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Paschim Medinipur, daspur) মর্মান্তিক ঘটনা। লরি এসে সোজা ধাক্কা দিল সাইকেলে (head on collision with lorry and cycle)।

আরও পড়ুন: Ganesh Chaturthi 2025: ২৬ অগাস্ট, না ২৭– কবে গণেশ চতুর্থী? কখন ‘স্থাপনা মুহূর্ত’? গণপতিপূজার শুভ মুহূর্তই-বা ঠিক কখন পড়ছে?

দাসপুর থানার কলমিজোড়

ঘটনা দাসপুর থানার কলমিজোড় ধানখাল গ্রামীণ সড়কের কলমিজোড় মান্নাপাড়ার। জানা যাচ্ছে, স্কুলের পথে যাচ্ছিল দাসপুরের চককৃষবাটি গ্রামের ছেলে  রূপম মূলা। রূপম বাড়ি থেকে তার স্কুল ব্রাহ্মণবসান হাইস্কুলে যাচ্ছিল নিজের সাইকেলে চড়ে। যাওয়ার পথে ওই রাস্তায় কলমিজোড় মান্নাপাড়ায় এক স্টোনচিপস বোঝাই ট্রাক ধাক্কা দেয় তাকে। 

লরির নীচে পড়ুয়া

সাইকেল নিয়ে রূপম ওই গাড়ির তলায় ঢুকে যায়। কোনও ক্রমে তিন বন্ধু মিলে রূপমকে গাড়ির তলা থেকে বার করে আনে। সাইকেল গাড়ির তলায়। ওদিকে বেগতিক দেখে পালায় গাড়ির চালক ও খালাসি। প্রাণে বাঁচে ছেলেটি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। 

গ্রামবাসীদের অভিযোগ

গ্রামবাসীদের অভিযোগ, এভাবে নিয়মিত তাদের গ্রামীণ রাস্তায় বড় বড় মালবোঝাই গাড়ি ঢোকে এবং আতঙ্কে থাকতে হয় তাঁদের। রূপমের তিন বন্ধু তাকে এই বিপদ থেকে উদ্ধার করে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় বাসিন্দারা, গ্রামের মহিলারা লাঠি, চেলা কাঠ নিয়ে চড়াও ঘাতক গাড়ির উপর। ভাঙচুর করা হয় গাড়িটি। 

আরও পড়ুন: Ganesh Chaturthi after 500 Years: অলৌকিক! ৫০০ বছর পরে অতি বিরল নক্ষত্রযোগ গণেশ চতুর্থীতে, সৌভাগ্যের সূর্যোদয় এই রাশির কপালে…

ঘটনাস্থলে পুলিস

উত্তেজনার খবর পেয়ে দাসপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামীণ সরু রাস্তায় মালবাহী ভারী যানবাহন চলাচলে একাধিক বার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। ভারী যানবাহন গ্রামীণ রাস্তায় ঢুকে রাস্তার ক্ষতি করছে। ক্ষোভ পড়ছে প্রশাসনের উপর। এ নিয়ে প্রশাসনকে কড়া হাতে বিষয়টি দেখার নির্দেশও দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরেও গ্রামীণ রাস্তায় অবাধে মালবাহী ট্রাক চলাচলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। কেন ক্ষোভ, তার জ্বলন্ত উদাহরণ দাসপুরের এই ঘটনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *