Baguiati Incident: বাগুইআটির বীভত্‍সতা! বাঁ পায়ের কড়ে আঙুল কেটে বিশ্বজিতের দেহ… ভয়ংকর…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাগুইহাটিতে হাড়হিম খুন! বাঁ পায়ের কনিষ্ঠা আঙুল কেটে পুকুরে ফেলল দেহ… ভয়ংকর… 

Add Zee News as a Preferred Source

বাগুইহাটির রঘুনাথপুরের পুকুর থেকে ফল বিক্রেতার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভার সামনে পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে প্রাতঃভ্রমণকারীরা। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়, পুলিস এসে দেহটি উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আর জি কর হাসপাতালে।

পুলিস মৃত ব্যক্তির পরিচয় জানতে পেরেছে , পেশায় ফল বিক্রেতা হাবড়ার বাসিন্দা বিশ্বজিৎ সাহা।

ভিআইপি রঘুনাথপুরে ফলের দোকান গতকাল থেকেই দোকানে তিনি যাননি ,তার কর্মচারী দোকানদারি করেছেন। আজ সকালে দোকান থেকে প্রায় সাতশমিটার দূরে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে।

তবে বাঁ পায়ের কনিষ্ঠা আঙ্গুলে ক্ষত চিহ্ন রয়েছে এমনটাই পুলিশ সূত্র মারফত খবর।

ময়না তদন্তের পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

আরও পড়ুন: Bansdroni Incident: সাতসকালে বাঁশদ্রোণীর রাস্তায় রক্তাক্ত মহিলা, ছুরিতে কোপাচ্ছে বর্বর স্বামী!

আরও পড়ুন: Student Killed by Lover: ঠিক কী ভাবে গুলি করা হয়েছিল ঈশিতাকে? দেশরাজ কোথায় দাড়িয়েছিল? এল হাড়হিম ময়নাতদন্তের রিপোর্ট…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *