‘বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসলে RSS ঘনিষ্ঠ তাই গণেশ পুজো করেছেন’! ভাইরাল ছবি… A Photo of Burdwan University VC with RSS chief goes viral in Social Media


অরূপ লাহা:  ফের বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর ছবি এবার ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়! ছবি পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার দেবমাল্য ঘোষ। তাঁর দাবি, ‘২০২৪ সালে কলকাতায় মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছিলেন উপাচার্য’। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Kalyani-Barrackpore Expressway Incident: স্বামীকে আটকে রেখে ৮ জন মিলে স্ত্রীকে গণধ*র্ষ*ণ কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের নীচে! একজন বেকসুর খালাস আর বাকিদের…

এবছর গণেশ পুজো হয়েছে বর্ধমাব বিশ্ববিদ্যালয়েও। আয়োজক, উপাচার্য শঙ্করকুমার নাথ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের ঘরের সামনেই রীতিমতো ম্যারাপ বেঁধে পুজোর আয়োজন তিনি।  ডেকোরেশন থেকে পুরোহিত, ত্রুটি ছিল না এতটুকুও। আর সেই পুজোকে কেন্দ্র দানা বেঁধেছে বিতর্ক। এরমধ্যেই প্রকাশ্যে এল RSS প্রধান  মোহন ভাগবতের সঙ্গে উপাচার্যের ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকারকেও।

ফেসবুকে ছবিটি পোস্ট করে দেবামাল্য লিখেছেন, ‘RSS-র মোহন ভাগবতের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুই রত্ন উপাচার্য, স্মৃতিকুমার সরকার(প্রাক্তন) ও শংকর নাথ(বর্তমান)। বোঝা যাচ্ছে, শংকর নাথ কোন অ্য়াজেন্ডা রূপায়ণ করতে গণেশ পুজো করল’? তাঁর দাবি, ‘আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি, উপাচার্য RSS-র লোক। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্মনিরপেক্ষতার পরিবেশ ভেঙে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন’।  উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা হলেও, তিনি ফোন ধরেননি।

এদিকে গণেশ পুজো নিয়ে বিতর্কে অবশ্য় আমল দিতে নারাজ উপাচার্য। তাঁর সাফ কথা, ‘গণেশ হচ্ছে সিদ্ধিদাতা। কোনও কিছুই তাঁর আর্শীবাদ ছাড়া সম্ভব নয়।  বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের পরিকল্পনা আছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্বকর্মা, সরস্বতী পুজো থেকে শুরু করে আরও যা যা পুজো করা সম্ভব আমরা করব’।

আরও পড়ুন:  Minor Girl Baby Birth: নাবালিকা জন্ম দিল কন্যা সন্তান! কিন্তু বাবা কে? পিতৃ পরিচয়ে উঠে এল হেভিওয়েট নেতার আত্মীয়ের নাম…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *