‘বিয়ে করব’ বলে বারবার স*হবাস-স*ঙ্গ*ম… এক নয় একাধিকের সঙ্গে… হাতায় টাকা! ভয়ংকর অভিযোগ মহিলার…| Promised marriage engaged in repeated physical relations and extorted money Shocking allegation by a woman


বরুণ সেনগুপ্ত: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নোয়াপাড়া থানায় অভিযোগদার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিস। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Baby Birth in School Washroom: গিয়েছিল স্কুলের টয়লেটে, ক্লাস নাইনের ছাত্রী প্রসব করল বাচ্চা! চমকে ওঠা ঘটনায় শাহাপুরে শিহরণ…

বিগত তিন বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশীর। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েও নেন রতন। 

বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী। পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। এমনকি রতন রাজবংশীর কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে। এমনকী বেশ কিছু ছবি আছে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা। এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এমনটাই অভিযোগ করছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়া পল্লীর ওই মহিলা। 

তিনি আরও জানতে পারেন শুধু তার সঙ্গে নয় আরও অনেকের সঙ্গেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে রতন রাজবংশী। এই রতন রাজবংশীর একটা ব়্যাকেট রয়েছে। তাই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন তার এবং তার পরিবারের। তিনি চান পুলিস যাতে উপযুক্ত শাস্তি দেয় ওই দোযী ব্যক্তিকে।

আরও পড়ুন:Howrah: র*ক্তাক্ত গণেশ পুজো! প্রকাশ্যে গ*লার ন*লি কা*টল যুবক… হাড়হিম হাওড়া…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *