কিরণ মান্না: নন্দীগ্রামে ফের গেরুয়া-ঝড়। সমবায় নির্বাচনে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। খাতাই খুলতে পারল না তৃণমূল।
ফলে গেল শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী। নন্দীগ্রামের সোণাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধরাশায়ী তৃণমূল। সোনাচুড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে ১২ টি আসনে ভোট হল আজ, রবিবার। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি ও তৃণমূল। ২ আসনে লড়েছিল সিপিএমও। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলে ভোটগ্রহণ পর্ব। পফলাফল? সোনাচুড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির ১২ টি আসনেই জিতল বিজেপি। তৃণমূলের অবশ্য অভিযোগ, ভোটের আগে ভোটারদের ভয় দেখিয়েছে বিজেপি। টাকা দিয়ে ভোট কিনেছে। বিজেপির পাল্টা দাবি, নজিরবিহীন পুলিশি প্রহরায় ভোটে জিততে চেয়েছিল তৃণমূল। কিন্তু শেষরক্ষা হয়নি।
এর আগে, নন্দীগ্রামে কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। ১২ আসনের মধ্যে ১২ টিতেই জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরাই। একটি আসনও দখল করতে পারল না তৃণমূল। আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতিও এখন বিজেপির দখলে। ৩০টি আসনের এই সমবায় সমিতিতে ৪২ আসনেই জিতেছেন পদ্মপ্রার্থীরাই। ঘাসফুলের ঝুলিতে ১৮।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)