ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা! TV actor Ashish Kapoor arrested in Pune


প্রমোদ শর্মা: হাউস পার্টিতে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার টিভি অভিনেতা আশিস কাপুর। পুণে থেকে অভিনেতাকে যে গ্রেফতার করা হয়েছে, সেকথা জানিয়েছেন ডিসি‌পি (নর্থ) রাজা বনথিয়া।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Sohini Ganguly: বিপদ জেনেও সোহিনীকে ফেলে ক্লাস করাতে চলে যান ডাক্তার! সেদিন সকাল থেকে কী কী ঘটেছিল?

অগাস্টের দ্বিতীয় সপ্তাহের ঘটনা। নির্যাতিতার দাবি, দিল্লিতে একটি হাউস পার্টির আয়োজন করেছিলেন আশিসের এক বন্ধু। প্রথমে তাঁর অভিযোগ ছিল, সেই পার্টিতে বাথরুমে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিনেতা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ও আরও দুই অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিও। পরে অবশ্য শুধুমাত্র আশিষের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনেন নির্যাতিতা।

পুলিস সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত গতিবিধি উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। প্রথমে গোয়া ও পরে পুণেতে অভিনেতার খোঁজ মেলে। দু’জায়গাতেই দল পাঠানো হয়েছিল। শেষপর্যন্ত পুণে থেকে গ্রেফতার করা হয় অভিয়ুক্তকে। পুলিসের দাবি, সোশ্য়াল মিডিয়া মারফত্‍ নির্যাতিতাকর সঙ্গে আলাপ হয় অভিনেতার। এরপর বন্ধুর পার্টিতে ওই মহিলাকে নিমন্ত্রণ করেন তিনি।

আরও পড়ুন: Dilip Ghosh on Hooliganism Song:’জনপ্রিয়তা এবং মনোরঞ্জনের জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার কারও নেই’, অনির্বাণেকে দিলীপ খোঁচা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *