সন্দীপ প্রামাণিক এবং বিক্রম দাস: সিবিআইয়ের (CBI) দায়ের করা মামলায় জামিন। আলিপুর বিশেষ সিবিআই আদালত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattopadhyay) জামিন মঞ্জুর করে। এর আগে সিবিআই-এর দায়ের করা গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
তবে এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। এই প্রথম নিম্ন আদালত থেকে জামিন পেলেন পার্থ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকায় পার্থর এখনই জেল মুক্তি হচ্ছে না। কল্যানময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহারও জামিনের আবেদন খারিজ। সমান অনুযায়ী তিন মামলায় ৭৫ জনের মধ্যে 70 জন আজকে হাজিরা দিয়েছিলেন।
আরও পড়ুন: SIR: বাংলায় SIR নিয়ে নির্বাচন কমিশন সূত্রে বড় আপডেট! কবে-কখন জেনে নিন…
তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর সিবিআই মামলাতেও জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এখনও রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এখনও তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন।
বিস্তারিত আসছে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
