হাড়হিম মৃত্যু! বালি খাদানের নকল ‘পুকুরে’ পা ধুতে গিয়ে তলিয়ে গেল বোন! তাকে বাঁচাতে গিয়ে ছোট্ট দিদিও…| Girl drowns in pond of sand quarry while washing feet Younger sister follows while trying to save her


কিরণ মান্না: নন্দীগ্রাম বিধানসভা বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড জলপাই হলদি নদীর বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই বালি খাদানে খেলতে গিয়ে খাদের জমা জল পুকুরে পরিণত হয়েছে, সেই জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দুই বোন সলোনি সিং এবং পিংকি সিং খেলছিল বালির খাদানে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Wife Killed Husband: তৃতীয় স্ত্রী এবং তার প্রেমিক মিলে খুন করল! দেহ উদ্ধার করল দ্বিতীয় বউ…

একটি খাদানে বালি আগে ভর্তি থাকলেও বর্তমান সময় এই খাদানে বালি সম্পূর্ণ খালি ফলে জল জমা হয়ে আছে। ৭ বছরের পিংকি বুঝতে পারেনি। ভুলবশত ওই বালি খাদানের খাদে পা ধুতে গেলে তলিয়ে যায় গভীরে। বোনকে বাঁচাতে গিয়ে তড়িঘড়িতে পা স্লিপ করে পড়ে যায় দিদি এবং করুণ পরিণতি হয়। স্থানীয় মানুষজন ছুটে আসে উদ্ধারে দুইজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালি হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছোট বোন পিংকি সিংকে ডাক্তাররা মৃত ঘোষণা করে। বড় বোন হাসপাতালে ভর্তি।

স্থানীয় মানুষজন অভিযোগ করছে বালি খাদান সরকারি না বেসরকারি তা জানা নেই। তবে খাদান সম্পন্ন খোলা অবস্থায় আছে। তাই ছোট ছোট ছেলেমেয়েরা ওই খাদানে বরাবর খেলাধূলা করে, তাই ওই খাদানের চারপাশে বাউন্ডারি ব্যবস্থা করতে হবে। নয়তো আগামী দিনে আবারও দুর্ঘটনার সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন:UP Shocker: স্বামীর মৃত্যুতে অঝোরে কাঁদছিল স্ত্রী, তাকেই খুনের দায়ে গ্রেফতার করল পুলিস! ভয়ংকর কাহিনি…

তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপির মদতে এইসব হলদি নদীতে বেআইনি বালি তোলার কাজ চলছে ও খাদানে পরিণত হচ্ছে। বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছে, এসব নিয়ন্ত্রণের কাজ রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের। বিধায়ক বা বিজেপির কাজ হতে পারে না। প্রশাসন টাকার বিনিময়ে এসব রমরমিয়ে চালাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *