Partha Chattopadhyay: আমি নির্দোষ, আমাকে মুক্তি দিন! সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছে, কিছু বলতে দেওয়া হয়নি…! আদালতে পার্থর আর্তি…


অর্ণবাংশু নিয়োগী:  এসএসসি (SSC) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay), আর এক প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Adhikary) এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)- সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল আলিপুর আদালতে (Alipoor Court)। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC recruitment Scam) মামলায় এই প্রথম কারও বিরুদ্ধে চার্জ গঠন হল। এ বার এই ২১ জনের বিরুদ্ধে আলিপুর আদালতের বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে শুরু হবে বিচার প্রক্রিয়া।

Add Zee News as a Preferred Source

চার্জশিট পেশ: 

সম্প্রতি এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই (CBI)। গত শুক্রবার গ্রুপ সি মামলাতেও আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়েছে। এর আগে ওই মামলায় আরও দু’টি চার্জশিট দিয়েছিল সিবিআই। সব মিলিয়ে চারটি চার্জশিট জমা পড়েছে। বৃহস্পতিবার চার্জ গঠন সম্পন্ন হল।

পার্থর অসুস্থতা: 

শারীরিক অসুস্থতার কারণে গত পাঁচ মাস ধরেই হাসপাতালে ভর্তি পার্থ। বৃহস্পতিবারের শুনানিতে হাসপাতালের শয্যায় বসেই সওয়াল করেছেন তিনি। নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। পার্থ বলেছেন, ‘‘আমায় মুক্তি দিন। সমাজের সামনে দাঁড়াতে দিন। জেলের অন্ধকারে রেখে আমায় সুযোগ দেওয়া হয়নি।’’ আদালত অবশ্য এই আবেদন খারিজ করে দিয়েছে।

অঙ্কিতা অধিকারীর যুক্তি: 

ধোপে টেকেনি পরেশ, অঙ্কিতার যুক্তিও। তাঁরাও মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তাঁদেরও দাবি ছিল, তাঁরা নির্দোষ। অঙ্কিতা নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন বলে দাবি করেন পিতা-কন্যার আইনজীবী। তাঁর সওয়াল, অঙ্কিতা যখন চাকরি পেয়েছিলেন, তখন পরেশ কোনও পদে ছিলেন না। তাই কাউকে প্রভাবিত করার প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, ২০১৬ সালে এসএসসি দিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। পরে সেই চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার নামে আর এক চাকরিপ্রার্থী। ওই মামলায় ২০২২ সালে মে মাসে অঙ্কিতার চাকরি বাতিল করে দেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যার চাকরি এবং বেতনের প্রায় ১৫ লক্ষ টাকা পান ববিতা।

অযোগ্যর তালিকায় অঙ্কিতার নাম: 

পরে জানা যায়, ববিতারও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে। তাঁরও চাকরি চলে যায়। শেষমেশ ওই চাকরি পান অনামিকা রায় নামে আর এক প্রার্থী! কিন্তু গত বছর ২৬ হাজার চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় অনামিকার চাকরিটিও। সম্প্রতি এসএসসি-র প্রকাশিত ‘দাগি অযোগ্যদের’ তালিকার ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী-কন্যার।

পার্থর নাকতলার বাড়িতে অভিযানে ইডি: 

অঙ্কিতা চাকরি হারানোর পর পরেই ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পার্থের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। হানা দিয়েছিল ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও। সেই তল্লাশি অভিযানে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। তার পরেই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে ইডি। ওই বছর ২৭ জুলাই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। মেলে বহুমূল্য গয়নাও। ইডি দাবি করে, সব মিলিয়ে অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে নানা বৈদেশিক মুদ্রাও মিলেছিল। ইডির তরফে দাবি করা হয়, সোনাদানা, ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে কম করে ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী: 

পরবর্তী কালে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই-ও গ্রেফতার করে পার্থ এবং অর্পিতাকে। সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ মামলাতেও নাম জড়ায় পার্থের। ২০২৪ সালের অক্টোবরে তাঁকে ওই মামলায় গ্রেফতার করে সিবিআই।

২০২২ সালে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় যে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই, তাতে পার্থ ছাড়াও নাম ছিল সমরজিৎ আচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, অশোককুমার সাহা, অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, বেআইনি ভাবে নিযুক্ত প্রার্থী দীপঙ্কর ঘোষ, সুব্রত খাঁ, অক্ষয় মণি, ইদ্রিস আলি মোল্লা প্রমুখের। শেষ চার্জশিটে অবশ্য নতুন করে কারও নাম ছিল না। তবে কিছু নতুন তথ্যপ্রমাণ এবং নথি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

সিবিআই গ্রেফতারিতে পার্থ চ্যাটার্জি জামিন মামলায় সিবিআইয়ের সওয়াল-

পার্থ চ্যাটার্জি যাদের নাম রেকমেন্ড করেছিলেন তারা কোন ভাবেই পাশ করতে পারেন নি। উনি,অকৃতকার্য ব্যক্তি দের নাম প্রস্তাব করেছিলেন দাবী সিবিআই-এর

পার্থ চ্যাটার্জিকে জামিন পেলে,রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষীদের ভয় দেখাতে পারে,আশংকা প্রকাশ সিবিআই এর।

সিবিআই – প্রবীর ব্যানার্জি, পার্থ চ্যাটার্জির ও এসডি তার বক্তব্যতে অনেক কিছু তথ্য সামনে এসেছে।

সুপর্না নিয়োগী নামক একজন মহিলার গোপন জবানবন্দিতেও অনেক তথ্য সামনে এসেছে। যিনি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করত। তিনি বলেছেন, পার্থ চ্যাটার্জির হাতে লেখা চিঠি প্রবীর ব্যানার্জির হাত দিয়ে তার হাতে আসত। যেটা মানিক ভট্টাচার্যকে দিতে বলা হতো।

অন্য দিকে, প্রবীর ব্যানার্জিও গোপন জবানবন্দিতে জানিয়েছে, তিনি পার্থ চ্যাটার্জির হাতে লেখা চিঠি সূপর্না নিয়োগীকে দিয়েছিলেন মানিক ভট্টাচার্যকে দিতে বলার জন্য।

পার্থ চ্যাটার্জি যাদের নাম রেকমেন্ড করেছিলেন তারা কোন ভাবেই পাশ করতে পারেন নি।

বিচারপতি – আপনারা পুনরায় কাস্টডিতে কেন চান?

সিবিআই – সমস্ত গোপন জবানবন্দি যা সাক্ষীরা দিয়েছে,তাদের ওপর চাপ সৃষ্টি হতে পারে। তাদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে। পার্থ চ্যাটার্জি রাজনৈতিক ভাবে যথেষ্ট প্রভাবশালী।

পার্থ: আমি শিক্ষা মন্ত্রী ছিলাম। আমি নির্দোষ। যারা বলছেন তারা সম্পূর্ণ অসৎ‍্য বলছেন… আমি সম্পূর্ণ নির্দোষ 

বিচারকঃ আপনি এসপি সিনহা, কল্যাণময়দের অবৈধ কাজ করার জন্য পদে বসিয়েছিলেন…তাই আপনার বিরুদ্ধে পিসি এক্ট এ অভিযোগ আনা হলো ।

পার্থঃ আমি নির্দোষ। আমার সম্মান আছে। আমি ৫ বারের বিধায়ক। ২৫বছর পরিষদীয় দলে রয়েছি । পুরোটা খর্ব করার জন্য করা হচ্ছে ।এসএসসি নিজস্ব সংস্থা… আমি নিজেও ভিজিলেন্স ছিলাম। আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে মুক্তি দিন। আমাকে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছ কিছু বলতে দেওয়া হয়নি। এসএসসি একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা। ওরা নিজেরা নিয়োগ করেছ। আমি মন্ত্রী হওয়ার আগে সুবীরেশ চেয়ারম্যান ছিল। আমি মন্ত্রী হওয়ার আগে কল‍্যান মধ‍্য শিক্ষা পরিষদে ছিলেন। এরাজ্যে যারা অন্যায় করেছে তাদেরই কিছু হচ্ছেনা।

আরও পড়ুন: Nepal interim PM Kulman Ghising: কালো পাহাড় আলো করা কুলমান ঘিসিং-ই এখন জেন Z-র নয়নমণি! নেপালের নেক্সট PM মুখকে চিনুন…

আরও পড়ুন: SIR Big Breaking: বাদ যাবে না বাংলাও, অক্টোবরেই দেশজুড়ে শুরু হচ্ছে SIR… কমিশন জানাল…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *