এশিয়ার কাপের মাঝেই দুঃসংবাদ! পথ দুর্ঘটনায় মৃত্যু ক্রিকেটারের.. young cricketer dies in Accident at Jammu kashmir


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারের এশিয়া কাপে দূরন্ত ছন্দে ভারত। প্রথম ম্যাচে মাত্র ২৭ বল খেলেই সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।  ১৪ সেপ্টেম্বরের পাকিস্তানের সঙ্গে খেলা। সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সূর্যকুমার যাদব, শুভমন গিলরা, তখনই এল দুঃসংবাদ। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ক্রিকেটার।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Hasin Jahan Explosive post: ‘একটা লম্পটের রক্ষিতা হয়ে থেকে কী মজা পাচ্ছ জীবনে…’! বিস্ফোরক পোস্টে শামীর পাশাপাশি কাকে বিঁধলেন হাসিন জাহান?

জানা গিয়েছে, মৃত ক্রিকেটারের নাম কাঞ্চন কুমারী। ক্রিকেট তো খেলতেনই, আবার ফিজিক্যাল ট্রেনারও ছিলেন। মর্মান্তিক  পথ দুর্ঘটনায় অকালেই চলে যেতে হল তাঁকে। প্রতিশ্রুতিমান ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে  ডায়রেক্টরেট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। সংস্থার আধিকারিক বলেন, ‘কাঞ্চন খেলা অন্ত প্রাণ একজন মানুষ ছিলেন । খেলোয়াড় হিসাবেও ছিলেন দক্ষ । জম্মু কাশ্মীরে ক্রিকেটের প্রসারে ওঁর ভূমিকা অপরিসীম ছিল ।’   

এদিকে এশিয়া কাপ শুরু আগেও পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন জম্মু-কাশ্মীরেরই ক্রিকেটার ফারিদ হুসেন। ভয়ংকর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরা।  ফুটেজে দেখা গিয়েছে,  রাস্তার ধারে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। স্কুটার নিয়ে যখন গাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলেন হুসেন, তখন গাড়ির ভিতরে থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। স্কুটারের সঙ্গে গাড়ির দরজায় ধাক্কায় ছিটকে পড়ে যান ক্রিকেটার। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু বাঁচানো যায়নি।

আরও পড়ুন:  East Bengal: ইস্টবেঙ্গল ক্লাবে চুরি! খোয়া গেল কোটি টাকার সামগ্রী…রাস্তার দিকের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *