Ayea Demand 5000 Cash: ‘৫০০০ দিন, নাহলে ডেলিভারি করাব না!’ আয়া মাসিদের হুমকি… প্রসব যন্ত্রণা নিয়ে কাতরালেন গর্ভবতী…


রণজয় সিংহ: প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা। তোলা হয়েছে টেবিলে। এমন সময় পাঁচ হাজার টাকা দাবি করলেন মাসিরা। না দিলে? প্রসব না করিয়ে চাঁচল বা মালদহে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হল অন্তঃসত্ত্বা ও তাঁর পরিবারকে। এভাবেই রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকার এক গর্ভবতীর মহিলার পরিবারের সাথে ঘটেছে এমন ঘটনা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Bengal Weather Update: নিম্নচাপের পর এবার ঘূর্ণাবর্তের রক্তচক্ষু, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক দুর্যোগ!

মাসিদের এমন দাবির প্রতিবাদ করে অভিযোগ করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। এমনই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভিতরে লেখা রয়েছে-প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না। কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনও কাজ হয় না। মাসিরা অবশ্য চার থেকে পাঁচশো টাকা বকশিস নেওয়ার কথা স্বীকার করেছেন। জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাঁদের।

তবে,গর্ভবতীরা সন্তানের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা দিতে বাধ্য হচ্ছেন। পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু লেবার রুমের ঘটনা কী করে চিকিৎসকদের অজানা থাকছে, তা নিয়ে প্রশ্ন তুলছে গর্ভবতীদের পরিবারের একাংশ। হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের ১৬ টি অঞ্চলের বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

অভিযোগকারী বাঘুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক বলেন,গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে বোনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলাম। তাকে লেবার রুমে ঢুকিয়ে মাসিরা পাঁচ হাজার টাকা দাবি করেন। না দিলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ওই পরিস্থিতিতে দু’হাজার টাকা দিতে বাধ্য হন মালেক। পরে আরও তিন হাজার টাকা দাবি করলে মাসিদের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। একই অভিযোগ দক্ষিণ মুকুন্দপুরের মাম্পি ভগতের। তাঁর কথায়, আমার স্বামীর কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছেন মাসিরা।

আরও পড়ুন, Panskura Incident: ছিঃ! সরকারি হাসপাতালে ফাঁকা ঘরে তরুণী স্বাস্থ্যকর্মীকেই….আরজি করের ছায়া এবার পাঁশকুড়ায়..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *