ডুয়ার্সে ‘মানুষখেকো’ চিতাবাঘ! রাতে বাড়ি থেকে কিশোরকে… তুমুল আতঙ্ক Leopard Kills a minor boy in Malbazar


অরূপ বসাক: ফের চিতাবাঘের হানা। এবার প্রাণ গেল কিশোরে! এই চিতা বাঘের হানা কবে রুখে দেওয়া সম্ভব হবে? বন দফতরের ভূমিকা রীতিমতো ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়াল মালবাজারের  নাগরাকাটা ব্লকের। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Baruipur Robbery: দিনেদুপুরে বাচ্চা কোলে নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ! সিসিটিভি ফুটেজে…

ডুয়ার্সে ‘মানুষখেকো’ চিতাবাঘ। বাড়ি উঠানে পা রাখতেই বছর বারোর  এক কিশোরকে টেনে নিয়ে গেল জঙ্গলে। শেষে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়  নাগরাকাটার শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সক। এরপরই হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অকস্মিক রায়। বাড়ি নাগরাকাটা ব্লকের র দক্ষিণ খেরকাটা এলাকায়। বাড়ির পাশেই দোকান। আজ, মঙ্গলবার সেই দোকান থেকে বাড়ির উঠানে পৌঁছতেই ওই কিশোরকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাঘ। এর আগেও দক্ষিণ খেরকাটা এলাকা থেকেই এক কিশোরীকে চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল। একের এক চিতাবাঘের হানার রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উদ্বেগে প্রশাসনও। বস্তুত, এলাকা থেকে দুটি চিতাবাঘকে খাঁচাবন্দি করেছে বনকর্মীরা। কিন্তু এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘাতক চিতাবাঘটি খেরকাটা জঙ্গল থেকে এসেছিল বলে খবর।

আরও পড়ুন: Durga Puja 2025: দুর্গাপুজোয় ১০৮ পদ্ম নিবেদনের প্রথা! ফুলের জোগান দিতে মাঝরাত থেকেই পুকুরে শেখ বাবর ও সঙ্গীরা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *