আচমকাই দুর্গাসুন্দরীর কণ্ঠহার চুরি! পুজোতেই নয়া অভিযানে ব্যোমকেশ, কোথায় চললেন সত্যান্বেষী?| Durga Puja 2025 Suddenly, Durgasundari’s necklace is stolen! A new case for Byomkesh during the puja season. Where is the truth-seeker headed?


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়— উপনিষদের এই শাশ্বত বাণীকে পাথেয় করে এ বছর তাদের ৪০তম বর্ষে ব্যোমকেশ বক্সিকে মণ্ডপ ভাবনা হিসেবে বেছে নিয়েছে দমদম তরুণ সংঘ ক্লাব পুজা কমিটি। গোয়েন্দা বা ডিটেকটিভ নয়, বরং ‘সত্যান্বেষী’ হিসেবে বাঙালির কাছে পরিচিত এই চরিত্রটিই এবারের পুজোর মূল আকর্ষণ। 

Add Zee News as a Preferred Source

পুজো কমিটির কর্তারা জানান, অপরাধের অন্ধকার থেকে সত্যকে আলোর সামনে আনার নিরন্তর চেষ্টাই তাদের কাছে ব্যোমকেশের প্রধান পরিচয়। এই চারিত্রিক বৈশিষ্ট্যই তাকে অন্যান্য কাল্পনিক গোয়েন্দাদের থেকে আলাদা করে তুলেছে। আটপৌরে, আপাত অলস, ভিড়ের মধ্যে মিশে থাকা এই মানুষটির তীব্র মেধা ও সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা বারবার পাঠকের মন জয় করে এসেছে।

আরোও পড়ুন: Durga Puja 2025: ‘সকলের নজর পড়ল পঙ্কজকুমারের দিকে, মাথা নীচু করে বসে আছেন…’

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রটি আজও বাঙালি পাঠকের কাছে সমান জনপ্রিয়। দীর্ঘ ৮৩ বছর পরেও তার আবেদন এতটুকুও কমেনি। পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ব্যোমকেশ হয়ে উঠেছেন বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মণ্ডপে ব্যোমকেশের বিভিন্ন অভিযানের ঝলক দেখা যাবে। দুর্গাসুন্দরীর কণ্ঠহার চুরি যাওয়ার মতো একটি কাল্পনিক ঘটনার মধ্য দিয়ে এই থিম আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। মা দুর্গা স্বয়ং সত্যস্বরূপা এবং ব্যোমকেশের নামের অর্থ মহাদেব— এই দুইয়ের মিলনকে ‘রাজযোটক’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা এই মণ্ডপ ভাবনার এক অনন্য দিক।

আরোও পড়ুন: Durga Puja 2025: প্রথমায় পূজিত মা শৈলপুত্রী! দুর্গার এই রূপের বৈশিষ্ট্য কী? পুজোর কী আচার?

এই থিমের মাধ্যমে দর্শকরা একাধারে যেমন সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন দেখতে পাবেন, তেমনই সত্যের প্রতি ব্যোমকেশের অদম্য সাধনার প্রতিফলনও অনুভব করতে পারবেন।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *