Tollywood Actress: ভুলতে পারেননি প্রাক্তনকে! ভিডিয়ো রেকর্ড করে আত্মঘাতী টলিউড অভিনেত্রীর হবু স্বামী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্‍সবের মাঝেই দুঃসংবাদ। ২৯শে সেপ্টেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন টলিউড (তেলুগু) অভিনেত্রী সোহানী কুমারীর হবু স্বামী সাওয়াই সিং । এই ঘটনার পেছন রয়েছে বড়সড় রহস্য, কারণ মৃত্যুর আগে তিনি একটি ভিডিয়ো বার্তা রেকর্ড করে গেছেন। কী রয়েছে সেই রেকর্ডিংয়ে?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Zubeen Garg Death probe: ‘জুবিনের মোবাইল কোথায়? শেষমুহূর্তে ঠিক কী ঘটেছিল?’, তদন্তের দাবি চেয়ে CID-র দ্বারস্থ পরিবার…

জানা গেছে, ঘটনার দিন সাওয়াই সিং সকাল ১১টায় অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যান, এবং তার পরপরই অভিনেত্রী সোহানী কুমারীও বাইরে যান। ফ্ল্যাটে ফিরে এসে সোহানী তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং অবিলম্বে পুলিসে খবর দেন।

পুলিস ঘটনাস্থল থেকে সাওয়াই সিংয়ের রেকর্ড করা একটি ভিডিয়ো বার্তা উদ্ধার করেছে। সেই ভিডিয়োয় তিনি উল্লেখ করেছেন যে, অতীতে করা কিছু ভুল তাঁকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল, যে কারণে তিনি এই চরম পদক্ষেপ নিচ্ছেন।

আরও পড়ুন- Koel Mullick’s Daughter First Photo: সপ্তমীতে সপরিবারে কোয়েল, প্রথমবার প্রকাশ্যে আনলেন মেয়ে কাব্যকে…

রাজস্থানের বাসিন্দা এবং তেলুগু ছবির অভিনেত্রী সোহানী কুমারীর সঙ্গে সাওয়াই সিংয়ের আলাপ হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। অল্প দিনের মধ্যেই তাঁদের বন্ধুত্ব গভীর সম্পর্কে পরিণত হয় এবং গত বছরের জুলাই মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়। বাগদানের পর থেকে এই যুগল জুবিলি হিলসের প্রশাসন নগরের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকতেন।

পুলিসকে দেওয়া বয়ানে সোহানী কুমারী জানিয়েছেন, সাওয়াই সিং তাঁর প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারছিলেন না এবং একই সঙ্গে তিনি আর্থিক দুশ্চিন্তায় ভুগছিলেন। পুলিস ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে। সাওয়াই সিংয়ের মৃত্যুর পেছনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *