জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ মহালয়ার অষ্টমী। বাঙালির হৃদয়ে এই দিন মানেই দেবীপক্ষের পূর্ণতা, ও মহাশক্তির আরাধনা। দেবীর অষ্টম রূপ মা মহাগৌরী শান্তি, পবিত্রতা আর মুক্তির প্রতীক। এই দেবীর কৃপা ভক্তকে জীবনের অন্ধকার থেকে মুক্তির পথে নিয়ে যায়।
পুরাণ মতে, মহাগৌরী হলেন পার্বতীরই আরেক রূপ। মহাদেবকে পেতে তিনি কঠিন তপস্যা করেন, দীর্ঘকাল পাহাড়-জঙ্গলে বসে অনশন করেন। তপস্যার ফলে তাঁর শরীর কৃষ্ণবর্ণ হয়ে যায়। পরে গঙ্গাজলে স্নান করে তিনি দুধের মতো গৌরবর্ণা হয়ে ওঠেন। সেই থেকেই তাঁর নাম হয় মহাগৌরী।
আরও পড়ুন: ধুপকাঠির ধোঁয়ায় শান্তি নয়, ফুসফুসে জমছে বিষ! সিগারেটের থেকেও মারাত্মক: রিপোর্ট
মা মহাগৌরীর শুভ্র বর্ণা। তিনি সাদা বসনে সজ্জিতা, গলায় চাঁদের মতো উজ্জ্বল আভা। তাঁর চারটি হাত। ডান হস্তে ত্রিশূল ও অভয়মুদ্রা, বাম হস্তে ডমরু ও বরমুদ্রা। তিনি নন্দী বৃষের ওপর আরোহিতা।
মা মহাগৌরীকে শক্তি, সৌন্দর্য, ধৈর্য ও পবিত্রতার প্রতীক। তিনি ভক্তকে সংসারের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দেন এবং জীবনে সুখ-শান্তি আনেন। আজকের দিনে ভক্তরা সাদা ফুল, বিশেষত শ্বেত অপরাজিতা ও চাঁপা, মা মহাগৌরীকে অর্পণ করেন। দুধ, সাদা মিষ্টি, নারকেল দিয়ে ভোগ দিলে মা ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। যাঁরা বিবাহ বা সংসার জীবনে সমস্যা ভোগ করেন, তাঁদের জন্য বিশেষভাবে মহাগৌরীর পূজা শুভ মনে করা হয়।
আরও পড়ুন: মিষ্টি কিন্তু স্বাস্থ্যকর! পুজোয় পেট ভরে খান নাড়ু থেকে মালপোয়া, কীভাবে?
ভারতের হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে মহাগৌরীর আরাধনা বিশেষভাবে হয়। বারাণসী ও গয়া অঞ্চলেও মহাগৌরীর মন্দিরে ভক্তরা ভিড় জমান। আজ সপ্তমীতে বিশেষ পূজা, শোভাযাত্রা ও অর্ঘ্য দেওয়ার রীতি আছে।
আজ সপ্তমীতে, মা মহাগৌরীর শ্বেতজ্যোতিতে মুছে যাক সব অন্ধকার, এবং জীবন ভরে উঠুক শান্তি আর আনন্দে।
মা মহাগৌরী ধ্যান মন্ত্র-
শ্বেতবর্ণা শ্বেতবস্ত্রা শ্বেতমাল্যনভূষিতা।
শ্বেতগন্ধানুলিপ্তা চ শ্বেতচৰ্তুভুজা শুভা॥
আরও পড়ুন: লন্ডনের শারদ উৎসবে জন্ম শতবর্ষে মহানায়ক উত্তম কুমারের ওয়াল অফ ফেম, সাজছে চন্দননগরের আলোয়
অর্থ:
মা মহাগৌরীর গাত্রবর্ণ দুধের মতো শ্বেত। তিনি সাদা বস্ত্র পরিধান করেন, সাদা মালা ও অলঙ্কারে সুশোভিতা। তাঁর দেহ সাদা চন্দন দ্বারা অলিপ্ত। দেবী শুভশক্তি, চারটি শ্বেতবর্ণের বাহু দ্বারা সজ্জিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)