Entertainment: দশ কেজি লঙ্কা খেলেন জল ছাড়াই! মেঘালয়ের ‘চিলি কিং’-এর কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যখন ইন্টারনেট স্রেফ ‘ফুড চ্যালেঞ্জ’-এর নামে আজব ভিডিয়ো আর রং-বেরঙের মশকরার আখড়া, ঠিক তখনই মেঘালয়ের পাহাড় থেকে উঠে এল এক পুরনো ক্লিপ যা এখন গোটা সোশ্যাল মিডিয়াকে তোলপাড় করছে! কোনও গিমিক নেই, নেই চড়া সুরের মিউজিক—এক শান্তশিষ্ট মানুষ যেন জলখাবার খাচ্ছেন, তেমনই অবলীলায় নিমিষে খেয়ে চললেন দশ কিলোগ্রামেরও বেশি শুকনো লাল লঙ্কা! আর সেটা কিনা একফোঁটা জল ছাড়া!

Add Zee News as a Preferred Source

আরোও পড়ুন: Karisma Kapoor divorce: ‘করিশ্মা সুখে ছিল, দাদাও ছেলে-মেয়েকে খুব ভালবাসত, প্রিয়াই ওদের ঘর ভাঙে’, বিস্ফোরক সঞ্জয়ের বোন…

এই মুহূর্তে এই ‘ভাইরাল ঝড়’-এর কেন্দ্রে রয়েছেন ইস্ট জৈন্তিয়া হিলসের বাতাউ গ্রামের কৃষক রাম পিরতুহ (Ram Pirtuh)। কয়েক বছর আগে ইউটিউবে প্রথমবার দেখা গেলেও, এই অবিশ্বাস্য ভিডিয়োটি এখন নতুন করে আগুন লাগিয়েছে সব প্ল্যাটফর্মে। ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, এত বিপুল পরিমাণ লঙ্কা তিনি খাচ্ছেন, অথচ চোখে জল নেই, মুখ বিকৃত হচ্ছে না, নেই কোনও অস্বস্তি। এমনকি জল দিয়েও গলা ভেজাচ্ছেন না তিনি!

আরোও পড়ুন: Vijay-Rashmika Marriage: জল্পনাই হল সত্যি! বাগদান সারলেন রশ্মিকা-বিজয়, ফেব্রুয়ারিতেই বিয়ে…

লঙ্কাখেকো নাকি অতিমানব?

ভিডিয়োটি ফের সামনে আসতেই হাজারো কৌতূহল উসকে দিয়েছে আমজনতার মনে। নেটিজেনরা বিশ্বাসই করতে পারছেন না যে একজন মানুষ এত তীব্র ঝাল কী করে এত সহজে হজম করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আজকালকার অনেক ভিডিয়োর মতো এটি কিন্তু স্রেফ ‘শো-অফ’ বা লোক দেখানো ভান নয়। রামের পরিচিতরা জানাচ্ছেন, এই অবিশ্বাস্য ঝাল সহ্য করার ক্ষমতা তাঁর বহু দিনের। তাঁর নিজের এলাকায় এই ব্যাপারটা অনেক বছর ধরেই লোকমুখে ফেরে। কিন্তু প্রতিবার ইন্টারনেট তাঁকে নতুন করে আবিষ্কার করে চমকে উঠছে। লঙ্কা চাষের জন্য বিখ্যাত বাতাউ গ্রামেও রামের এই ক্ষমতা তাঁকে ‘চিলি কিং’ বা লঙ্কা-সম্রাট হিসেবে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *