Mamata Banerjee: ‘চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়’, ঋতব্রতর মন্তব্যে তোলপাড়…


মৃত্যুঞ্জয় দাস: “চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়!” বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ছড়াল বিতর্ক। বাঙালির ভাবাবেগে আঘাত, দাবি বিজেপির। 

Add Zee News as a Preferred Source

‘চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।’ বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই মন্তব্য করেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরেই এবার বিতর্ক তৈরি হল। বিজেপির পালটা কটাক্ষ, কোথায় শ্রীচৈতন্যদেব আর কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? এভাবে দুজনের তুলনা করার অর্থ বাঙালির ভাবাবেগে আঘাত করা। 

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে তৃণমূল নেতারা কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দূর্গা আবার কখনও মা সারদার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন। এবার সেই একই পথে হাঁটলেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী বলে মন্তব্য করলেন। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দাসে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ঋতব্রত বলেন, “চৈতন্যদেবকে মনে করা হয় হ্যামলিনের বাঁশিওয়ালা। চৈতন্যদেব হেঁটে যাচ্ছেন আর তাঁর পিছনে লক্ষ মানুষ হেঁটে যাচ্ছে। বাংলার অবিরাম যাত্রার সেই চির সংঘর্ষে চৈতন্যদেবের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী। চৈতন্যদেবের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলে লাখো মানুষ তাঁর সঙ্গে থাকেন।

পরে নিজের বক্তব্যের সমর্থনে ঋতব্রত আরও বলেন, সাড়ে পাঁচশো বছর আগে চৈতন্যদেব দেশের প্রথম বিপ্লবী। তিনি বাংলার মধ্যভাগ থেকে সমাজ সংস্কারের লড়াই শুরু করেছিলেন যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। একইভাবে গোটা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের ‘বর্শার ফলক’ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পথে, সে পথে  লাখো লাখো মানুষ তাঁকে অনুসরণ করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ই চৈতন্যদেবের লড়াইয়ের প্রকৃত উত্তরাধিকারী।

ঋতব্রতর এই মন্তব্যের পরই বিজেপির পালটা দাবি, বিষ্ণুপুরে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তা নিয়ে শ্রমিক নেতা ঋতব্রত কোনও কথা বললেন না। অথচ ইন্দাসে এসে ভোটের আগে চৈতন্যদেবের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টানছেন! এভাবে চৈতন্যদেবের নাম নেওয়া বাঙালির ভাবাবেগে আঘাতের সামিল।

আরও পড়ুন, Diwali 2025 Luckiest Zodiac Signs: ১০০ বছর পর এই দীপাবলিতে মঙ্গল-বুধের বিরল সংযোগ! হাতে আসবে প্রচুর টাকা, কপাল খুলে যাবে ৩ রাশির…

আরও পড়ুন, Man Finds ‘Dinosaur Condom’: কন্ডোম ব্যবহার করত ডাইনোসরেরা? পাথর ভাঙতেই মিলল বিশাল জীবাশ্ম, দেখুন ভিডিয়ো…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *