‘কীভাবে সতর্ক থাকবেন?’ অনলাইনে প্রতারণা রুখতে ক্রেতা সুরক্ষা দফতরের নয়া কর্মসূচি… Consumers Affairs Department new programme to stop online fraud


অর্ণবাংশু নিয়োগী: ডিজিটাল যুগে অনলাইনে প্রতারণা বাড়ছে।  এই প্রতারণা থেকে বাঁচার উপায় কী? কেনার সময়ে কীভাবে সতর্ক থাকবেন? সাধারণ মানুষ, বিশেষ করে  তরুণ প্রজন্মকে এবার সচেতনতার পাঠ দেবে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরই। রাজ্যের বেশ কয়েকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়ে শুরু হল নয়া কর্মসূচি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Kali Puja 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা, শিয়ালদহ শাখায় সব ট্রেনই…বড় পদক্ষেপ রেলের..

কেনাকাটা তো সবাই করেন। তবে এখন মাধ্য়মটা পালটে দিয়েছে। আগের মতো দোকানে দিয়ে পছন্দ করে জিনিস কেনার চল কমেছে। এখন ঘরে বসে অনলাইনে অর্ডার করে দিলেই হল। বাড়িতে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় জিনিস বা পছন্দের সামগ্রী। কিন্তু অনলাইনে প্রতারিত হচ্ছেন বহু মানুষ। আবার বিজ্ঞাপনে চমকেও ঠকে যাচ্ছেন অনেকেই। প্রতিকার কী? আপনি হয়তো জানেন না।

রাজ্যে ক্রেতা সুরক্ষা আইন আছে। নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ জানালে সুরাহা হয়। কিন্তু যদি ক্রেতা সতর্ক থাকেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে।  এখন তো আবার অনলাইনে রমরমা। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে ব্যাঙ্কিং পরিষেবা, এমনকী ট্রেনের টিকিটও কাটা যায় অনলাইনে। সেক্ষেত্রে সচেতনতা আরও জরুরি। সেই লক্ষ্যেই এবার নয়া কর্মসূচি নিল ক্রেতা সুরক্ষা দফতর।

গতকাল, বুধবার ভারতীয় মানব বুরোর তরফে বিশ্ব মানব দিবস পালন হয় বাইপাসের ধারে একটি হোটেলে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি অধীনস্থ বুরো পূর্বাঞ্চলীয় দপ্তরের আদিকর্তারা। ছিলেন রাজ্যের ক্রেতা সরকার দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।

আরও পড়ুন:  Mamata Banerjee: দীঘার জগন্নাথধাম জনপ্রিয়, এবার শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *