One Theatre App: হাতের মুঠোয় নাট্যমঞ্চ – দেশের প্রথম থিয়েটার ওটিটি অ্যাপ ‘ওয়ান থিয়েটার’ উদ্বোধন


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মঞ্চ নয়, নাটক আসছে মোবাইলের পর্দায়। দেশের প্রথম থিয়েটার-নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম ‘ওয়ান থিয়েটার’ আনুষ্ঠানিকভাবে চালু হল, যেখানে দর্শকরা এক ক্লিকেই দেখতে পাবেন বাংলার নানা প্রজন্মের ৩০০ এর ও বেশি নাটক। এই উদ্যোগে ঐতিহ্যবাহী থিয়েটারকে যুক্ত করা হল ডিজিটাল পরিসরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে ঝলমলে তারকারা, কিন্তু আলোচনায় ১৭ কোটির ব্যাগ কে কাড়লেন নজর?

জি টিপিএল-কে ই এস আই বিপিএল গ্রুপ* এবং *‘বাংলামঞ্চ’*-এর যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপের লক্ষ্য বাংলার জেলা ও শহরজুড়ে ছড়িয়ে থাকা থিয়েটার দলগুলিকে এক মঞ্চে আনা। শুধু বিনোদন নয়, এই প্ল্যাটফর্ম নাট্য-ঐতিহ্যের সংরক্ষণেও বিশেষ ভূমিকা নেবে বলে আয়োজকদের দাবি।

অ্যাপে বিশেষভাবে জায়গা পেয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্যকর্মের একটি আলাদা আর্কাইভ। উদ্বোধনী পর্বে প্রদর্শিত হচ্ছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রযোজনা।

নির্বাচিত প্রযোজনা: 

টাইপিস্ট – পরিচালনায় পৌলোমী চট্টোপাধ্যায় এবং প্রযোজনায় শ্যামবাজার মুখোমুখি। এই নাটকে ফুটে উঠেছে মানবসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। একটি অফিসের দৈনন্দিন জীবন আর তাতে জড়িয়ে থাকা প্রেমের সূক্ষ্ম সুর। অভিনয়ে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও পৌলোমী চট্টোপাধ্যায়কে।

মনে জঙ্গলে – পরিচালনায় জ্যোতিস্মান চট্টোপাধ্যায় ও প্রযোজনায় কলপায়ুর। স্মৃতি ও বিস্মৃতির দ্বন্দ্বকে কেন্দ্র করে মানুষের মনের নানা স্তর এই নাটকে উঠে আসে।

মিতালি – পরিচালনায় গৌতম হালদার ও প্রযোজনায় নয়া নাটুয়া। নাটকটিতে চিঠির যুগের এক কিশোর-কৈশোর প্রেমের গল্প দেখানো হয়েছে, যেখানে সম্পর্কের নির্ভেজাল আবেগ ধরা পড়ে প্রযুক্তির আগের সময়ের প্রেক্ষাপটে।

চন্দনপুরের চোর – আরো একটি শ্যামবাজার মুখোমুখির প্রযোজনা। তিন চোরের এক বৃদ্ধার বাড়িতে প্রবেশ ও তাদের জীবনে ঘটে যাওয়া নৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে রচিত এই নাটক রসিকতা ও মানবিকতার অনন্য মিশেল।

আরও  পড়ুন: কল্কির সিক্যুয়েলে দীপিকার ছেড়ে দেওয়া রোলে আসছেন আলিয়া!

এই প্রযোজনাগুলিতে অভিনয় করেছেন রাজতব দত্ত, শঙ্কর চক্রবর্তী, দেবলিনা দত্ত, পৃথা মজুমদার, সৌরভ কর-সহ একঝাঁক অবিজ্ঞ ও তরুণ শিল্পী।

ওয়ান থিয়েটারের উদ্যোক্তাদের আশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা নাটক আবারও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নেবে। শুধুমাত্র একটি স্ট্রিমিং সার্ভিস নয়, তারা এটিকে ভাবছেন এক চলমান আর্কাইভ, সাংস্কৃতিক সেতুবন্ধন এবং বাংলার নাট্যআত্মার ডিজিটাল জানালা হিসেবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *