গ্ল্যামার ছেড়ে বেছে ছিলেন আধ্যাত্মিক পথ, দঙ্গল-কন্যা জ়ায়রা সাড়লেন বিয়ে…| Dangal star zaira wasim has announces her wedding on instagram


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:প্রাক্তন বলিউড অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম, যাকে আমির খানের দঙ্গল সিনেমায় তরুণী গীতা চরিত্রে দেখা যায়, শুক্রবার ইনস্টাগ্রামে, পোস্টের মাধ্যমে তিনি তাঁর বিয়ের ঘোষণা করেন।

Add Zee News as a Preferred Source

বলিউড ও সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার পর শুক্রবার আবার ইনস্টাগ্রামে ফিরে আসে এই অভিনেত্রী। তিনি বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করার ছবি পোস্ট করেন। তাছাড়াও তিনি তাঁর স্বামীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তবে জ়ায়রা তাঁর স্বামীর মুখ ভক্তদের সামনে আনেননি, বরং পিঠ দেখিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকা একটি ছবি দর্শকদের সঙ্গে শেয়ার করেন। তিনি পোস্টের ক্যাপসানে লেখেন ‘কবুল হ্যায়’।

জ়ায়রা তাঁর স্বামীর নামও প্রকাশ করেননি। ছবিতে জ়ায়রাকে উজ্জ্বল লাল রঙে সোণালি কাজ করা একটি পোশাকে দেখা গিয়েছে। তাঁর স্বামীকে দেখা গিয়েছে একটি সাদা রঙের পোশাকে। খুব শীঘ্রই, কমেন্ট সেকশনে, ভক্তরা তাদের ভালোবাসা প্রাক্তন অভিনেত্রীর প্রতি প্রকাশ করেন।

আরও পড়ুন: Goutam Ghose’s wife death: ‘গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোনও ভাষা আমার জানা নেই’, পরিচালকের স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন: MrBeast poses with iconic Bollywood trio: মিস্টার বিস্টের সঙ্গে শাহরুখ-সলমান-আমির! সৌদিতে বড় সওদা হয়ে গেল? নেটপাড়ায় ঝড়…

জ়ায়রা ওয়াসিম সিনেমা জগতে পা রাখেন, ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমার সাথে। তরুণী গীতা চরিত্রে অভিনয় করার জন্য তিনি ‘বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস’হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। ‘দঙ্গল’ ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়েও ওঠে। এরপর ২০১৭ সালে, তাকে আমির খানের সঙ্গে ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় দেখা যায়।

তাঁর শেষ সিনেমা ছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, যেখানে তিনি প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের সঙ্গে কাজ করেছেন। সিনেমার পরিচালক ছিলেন সোনালী বোস। ছবিটি মুক্তি পায় ২০১৯-এর অক্টোবার মাসে।

২০১৯ সালে সোশ্যাল মিডিয়াতে, পোস্টের মাধ্যমে তিনি তাঁর সিনেমা জগত থেকে বিদায়ের কথা শেয়ার করেন। পোস্টের ক্যাপসানে, ধর্মের উপর মনোযোগ দিতে চান বলে নিজের মনোভাব প্রকাশ করেন। পোস্টে লেখা, ‘আমি স্বীকার করতে চাই, আমি আমার পরিচয় অর্থাত্‍ আমার কাজের ধারা নিয়ে সত্যি খুশি নেই। অনেকদিন ধরেই মনে হচ্ছে আমি অন্য কেউ হওয়ার জন্য সংগ্রাম করছি’।

পোস্টটিতে আরও লেখা, ‘আমি কৃতজ্ঞ যে মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই, আমার প্রতি যে প্রশংসা আসে, তা মোটেও সন্তোষজনক নয়। বরং এটি আমার জন্য একটি বড়ো পরীক্ষা এবং আমার ঈমানের জন্য বিপজ্জনক’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *