জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আলোয় আলোকিত গোটা দেশ, আর সেই আলো এবার পৌঁছে গেছে গুগলের অফিসেও। সমপ্রতি গুগলের বেঙ্গালুরু অফিসের দিওয়ালি পার্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরুতেই দেখা যায়—গাঁদা ফুলের মালায় সাজানো ঝা-চকচকে অফিস, আর টেবিলের ওপর রাখা কাচের জারে নানা রকমের নিমকি।
এরপরই আসে মূল আকর্ষণ এক বিরাট বুফে কাউন্টার! এক কোণে শেফ বিভিন্ন চাট প্রস্তুত করছে। টেবিলে সাজানো পেঁয়াজ, ধনেপাতা, লেবু, পাপড়ি, ছোলা ইত্যাদি। কেউ আবার ফুচকা খেতে খেতে বন্ধুদের সঙ্গে হাসছেন, কেউ নুডলস অথবা কাবাব খেতে ব্যস্ত। হলুদ প্লেটে সাজানো গরম গরম খাবার যেন চোখেরও ভোজ।
আরও পড়ুন: ঝাড়ু থেকে ধনে, এই ১০টি জিনিস কিনলেই মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ!
ডেজার্ট সেকশনে আরও চমক! চকোলেট লেয়ারড পেস্ট্রি, বাদাম দিয়ে গার্নিশ করা, আর শেষে ক্রিমি ডিশের ওপর সবুজ হার্বস। দেখে মনে হচ্ছে গুগলের অফিস ক্যানটিন নয়, কোনো পাঁচতারা রেস্টুরেন্ট!
শুধু খাবারই নয়, কর্মীদের জন্য ছিল কাস্টমাইজড উপহারবাক্সও এবং নানা মজার খেলা।
আরও পড়ুন: প্রতি ধনতেরসে ঝাঁটা আর নুন কেনার ধুম পড়ে যায়! ঝাড়ু কেন কিনতেই হয়, জানলে তাজ্জব হবেন…
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভড়ে গেল কমেন্ট সেকশনে একজন লিখেছেন,’এটা অফিস না, স্বর্গ!’, আরেকজনের মন্তব্য,’আমাদের কোম্পানি তো সোনপাপড়ি দিতেও কৃপণ!’। কেউ আবার মজার ছলে লিখেছেন,’গুগলের অফিস না, এ তো বিয়ের ফাংশন চলছে।’
সব মিলিয়ে গুগলের দীপাবলি পার্টি যেন এক রাজকীয় ভোজ, যেখানে কাজ কম, আনন্দই বেশি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)