জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৭ই অক্টোবর মুক্তির পাওয়ার কথা ছিল সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে পরিচালিত ‘পরীমণি’। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবি মুক্তির পরিকল্পনা স্থগিত করতে হয়েছিল। ছবির কিছু দৃশ্যকে বোর্ড “অত্যন্ত ভয়াবহ ও তীব্র” বলে মন্তব্য করে। সম্পাদনা ও কিছু অংশ মুছেও দেওয়ার পরামর্শ দেয়। নির্মাতারা সেই পরামর্শ মেনে ছবিটিকে সামান্য পুনর্গঠিত করেছেন, তবে গল্পের আত্মা ও ভাবনা অক্ষত রেখেছেন।
ছবির পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী জানান,’এই ছবিটি আমাদের কাছে শুধুই একটা হরর ফিল্ম নয়। এটা এক আবেগের যাত্রা। আমরা চেয়েছি দর্শক যেন শুধু ভয় না পায়, বরং ভয়ের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতি ও শূন্যতার মুখোমুখি হয়। সম্প্রতি সেন্সর বোর্ড ছবির কিছু দৃশ্য নিয়ে অতিরিক্ত ভয়ঙ্কর বলে আপত্তি জানায় এবং কিছু পরিবর্তনের পরামর্শ দেয়। আমরা তাদের মতামতকে সম্মান জানিয়ে সামান্য পরিবর্তন করেছি। কিন্তু ‘পরীমণি’–র মর্ম ও আত্মাকে একটুও নষ্ট হতে দিইনি।’
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তনুশ্রী চক্রোবর্তী, রজতাভ দত্ত,দেবরাজ ভট্টাচার্য প্রমুখ।
আরও পড়ুন: গ্ল্যামার ছেড়ে বেছে ছিলেন আধ্যাত্মিক পথ, দঙ্গল-কন্যা জ়ায়রা সারলেন বিয়ে…
অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে, সব জটিলতা কাটিয়ে এই ছবি আবারও প্রস্তুত তার দর্শকদের সামনে আসতে। ৩১শে অক্টোবর ‘পরীমণি’ মুক্তি পাচ্ছে। উল্লেখ্য, সেই দিন হ্যালোইন দিবস, অন্ধকার ও অজানাকে গ্রহণ করার এক প্রতীকী সময়।
হ্যালোইন–এর প্রেক্ষাপটে নতুন মুক্তির তারিখ ‘পরীমণি’-র জন্য একেবারে নিখুঁত সময়। ‘পরীমণি’ বাস্তব আর অলৌকিকতার সীমারেখা পেরিয়ে এক শিহরণ জাগানো যাত্রা। ভয়, আবেগ এবং অজানার এক রোমাঞ্চকর মেলবন্ধন নিয়ে আসছে এই ছবিটি।
আরও পড়ুন: কানাডার ক্যাফেতে ফের গুলি! কপিলকে বিষ্ণোইয়ের হুমকি, পরের অ্যাকশন মুম্বইয়ে…
পরিচালক আরও জাানান,’আমাদের কাছে এর থেকে উপযুক্ত মুহূর্ত আর কিছু হতে পারত না।আমরা কৃতজ্ঞ আমাদের প্রযোজক, পুরো টিম, এবং সব দর্শকদের প্রতি যারা আমাদের এই যাত্রায় পাশে থেকেছেন।পরীমণি শুধু একটা গল্প নয়, এটা এক অভিজ্ঞতা। দেখা হবে বড়পর্দায়।’ পুরো টিম ও দর্শকদের ধৈর্য, ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)