Bhangar Crime: উত্তপ্ত ভাঙর! ত্রিকোণ প্রেমের কারণে একের পর এক ধারালো অস্ত্রের কোপ, ছিটকে গেল রক্ত! লুটিয়ে পড়ল প্রবীর…


প্রসেনজিত্‍ সর্দার: ভাঙড়ে ফের চাঞ্চল্যকর ঘটনা। ঘটকপুকুর বাজারে প্রকাশ্যে এক ফল ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Add Zee News as a Preferred Source

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যাবেলা বাজারে নিজের দোকানে ফল বিক্রি করছিলেন প্রবীর মণ্ডল নামে এক ব্যবসায়ী। সেই সময় হঠাৎই এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় এবং মাথায় কোপ মেরে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রবীর মণ্ডল।

চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। তবে ঘটকপুকুর চৌমাথা এলাকায় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে ভাঙড় থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিস সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সুব্রত নস্কর, যিনি প্রবীর মণ্ডলের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে। দুজনেরই বাড়ি ভাঙড়ের কালিকাপুর এলাকায়।

তবে কী কারণে এমন নৃশংস হামলা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের একাংশের মতে, প্রেম ঘটিত কারণ” থাকতে পারে এই আক্রমণের পেছনে।

আহত প্রবীর মণ্ডলকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভাঙড় থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিসের তৎপরতায়।

আরও পড়ুন: Bengal Weather: ঘূর্ণিঝড়ের তাণ্ডব! প্রবল বজ্রবিদ্যুত্‍-সহ কাল থেকে আবার বৃষ্টি, ভাসবে উত্তর…দক্ষিণে উত্তাল সমুদ্র, বৃষ্টি কবে?

আরও পড়ুন: Bhopal Diwali Horror: ১২৫ হাসপাতালে, ১৪ বাচ্চার চোখ নষ্ট, ৮-১৪ শিশুর শৈশব তছনছ! ভোপালে কার্বাইড গানে দিওয়ালির আনন্দ মিশল আর্তনাদে… 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *