Chandannagar Incident: হবু স্বামীকে চিঠি লিখে গঙ্গায় ঝাঁপ! কী হয়েছিল রেজিস্ট্রির পর? বাগবাজারের ঘটনায় বড় আপডেট! গ্রেফতার…


বিধান সরকার: দুদিন আগে চন্দননগরে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবতী, শ্রীরামপুরে উদ্ধার হল মৃতদেহ। আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের। দোকানের মালিকের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

চন্দননগর বৌবাজারের বাসিন্দা বছর পঁচিশের যুবতী মনামী ঘোষ চন্দননগর বাগবাজারের একটি সোনার দোকানে কাজ করতেন। কর্মক্ষেত্রে হেনস্থার জেরে মানসিক অবসাদে তিনি গত মঙ্গলবার বেলা ১২টা নাগাদ গঙ্গায় ঝাঁপ দেন। চন্দননগর স্ট্যান্ডে কিছুক্ষণ বসে ছিলেন। তারপরে একটি চিঠি লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। সাঁতার জানতেন না যুবতী। তাই প্রায় সঙ্গে সঙ্গেই তলিয়ে যান।

তার খোঁজে বিপর্যয় মোকাবেলা বাহিনীর স্পিড বোট, ডুবুরি নামানো হয়। তল্লাশি চলতে থাকে গঙ্গায়। দুদিন পর আজ শ্রীরামপুরের গঙ্গার ঘাটে মৃতদেহ উদ্ধার হয়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় চন্দননগর থানায় একটি মামলা রুজু করে পুলিস তদন্ত শুরু করেছে। ওই সোনার দোকানের মালিকের স্ত্রী মমতা দাসকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।

যুবতীর পরিবার সূত্রে জানা যায়, চন্দননগর বউবাজারের শীতলা তলার বাসিন্দা সত্যজিৎ রায়ের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়েছিল মনামীর। আগামী ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল। তার জন্য লজ ভাড়া থেকে ক্যাটারিং বুক করা, এমনকি বিয়ের কেনাকাটাও হয়ে গিয়েছিল। কিন্তু যে দোকানে যুবতী কাজ করতেন, সেখানে তাঁকে নানাভাবে হেনস্থা করা হত। আর তারজন্যই এই ঘটনা। অভিযোগ আত্মঘাতী তরুণীর পরিবারের।

আরও পড়ুন, Bird Flu: মৃত ৭১,০০০! ছড়াচ্ছে ভয়ংকর বার্ড ফ্লু! একের পর এক মরছে হাঁস-মুরগি! চিকেন-ডিম খাওয়া কি আদৌ সেফ?

আরও পড়ুন, 8th Pay Commission: পে-স্কেলে বড় পরিবর্তন! আমূল বদল! DA ৫০% হলেই কি মূল বেতন…? অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *