মাত্র ৮ মাস আগে বিয়ে! ইএম বাইপাসের এক নামী কোম্পানির বাথরুম থেকে উদ্ধার রক্তাক্ত দেহ…| Bloodied Body Found in Bathroom of Renowned EM Bypass Company


তথাগত চক্রবর্তী: ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে। শুক্রবার সকালে সংস্থার বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় ওই দেহ। মৃতের নাম কবির হোসেন মোল্লা (৩০)। জানা গিয়েছে, তিনি ওই কোম্পানির কর্মী ছিলেন এবং মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে তাঁর। গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিসের প্রাথমিক অনুমান- এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:India student Death: দীপাবলিতেই নিভল দ্বীপ! সেলিব্রেশনের মাঝেই বিদেশের মাটিতে মৃত্যু ভারতীয় পড়ুয়ার…

পরিবারের দাবি, গত ২২ অক্টোবর দুপুরের পর থেকেই কবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল সেদিনই। এরপর থেকে তাঁর ফোন বন্ধ ছিল। উদ্বিগ্ন পরিবার পরদিন সংস্থার অফিসে গিয়ে খোঁজ করলে কর্মীরা জানায়, ‘ও তো শিফট পেরিয়ে গেছে।’ কিন্তু কোম্পানির অ্যাটেনডেন্স রেজিস্টারে দেখা যায়- ‘আউট’ মার্ক করা হয়নি। সেই অসঙ্গতি ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও সহকর্মীরা।

তাদের অভিযোগ, কোম্পানির মধ্যেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কবিরকে। ঘটনার পর থেকেই সংস্থার একাধিক কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে বলে দাবি উঠেছে। শুক্রবার সকাল থেকেই সংস্থার মূল ফটকের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নরেন্দ্রপুর থানার পুলিস।

আরও পড়ুন:Terrible Bus Fire: বাইকের সঙ্গে সংঘর্ষ! মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল বাস, ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত কমপক্ষে ২০…

পুলিস সূত্রে জানা গেছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের দাবি— ‘একটা নামী কোম্পানির ভিতরে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়?’ পুরো ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফুঁসছে নরেন্দ্রপুর। এখন নজর পুলিসের তদন্তের ফলাফলের দিকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *