জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় টেলিভিশনে প্রথমবার কোনও ধারাবাহিকে দেখা যেতে চলেছে বিল গেটসকে। ভিরানি পরিবারের দরজায় কড়া নাড়তে চলেছেন বিল গেটস। কারণ কিঁউকি সাস ভি কভি বহু থি ২-তে ((Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) এসেছেন স্বয়ং বিল গেটস। ঠিকই ধরেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন,Dipika Kakar: মুখ ভর্তি ঘা, উঠে যাচ্ছে চুলও! ক্যানসারের চিকিত্সার মাঝেই নয়া রোগে ভুগছেন দীপিকা…
১৭ বছর পর কিঁউকি ধারাবাহিক নিয়ে ফের অভিনয়ে ফিরেছেন স্মৃতি ইরানি। গত পাঁচ বছরের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে হিন্দি টেলিদুনিয়ায় নয়া নজির গড়েছে এই শো। তারমধ্যেই এই খবর। একতা কাপুর আরও একবার প্রমাণ করেছেন তিনি হিন্দি ধারাবাহিকের কুইন।
নির্মাতাদের তরফে পাওয়া খবর অনুযায়ী, বিল গেটসের সঙ্গে একটি বিশেষ পর্বের শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই খবর প্রায় নিশ্চিত। জানা যায়, ধারাবাহিকের গল্পে বিল গেটস এবং স্মৃতি ইরানি তথা তুলসীর মধ্যে একটি দীর্ঘ ভিডিয়ো কল দেখানো হবে।
এ খবর প্রকাশ্যে আসতে না আসতেই সামনে এসেছে কিঁউকি…-র নয়া প্রোমো। কিন্তু ভারতীয় ধারাবাহিকে আচমকা বিল গেটসের মতো ব্যক্তিত্ব কেন? জানা গেল, এই বিশেষ পর্বের নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষত অন্তঃসত্ত্বা মহিলা এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রসারে কাজ করে। তার প্রচারের সূত্রেই এই ‘কোল্যাব’।
ঝলকে দেখা যাচ্ছে, ল্যাপটপে ভিডিয়ো কল করছেন এবং বলছেন, ‘জয় শ্রীকৃষ্ণ। খুব ভাল লাগছে জেনে, আপনি আমেরিকা থেকে সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি।’
আরও পড়ুন, Bonny Sengupta Injured: অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে সেটে ভয়ংকর দুর্ঘটনা! আহত বনি সেনগুপ্ত…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
