Satish Shah Death: থেমে গেল হাসির দমক! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসরানির চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত প্রবীণ অভিনেতা সতীশ শাহ (Satish Shah dies)। শনিবার দুপুর আড়াইটা নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Bengaluru hit-and-run: গতি নিয়ন্ত্রণ হারিয়ে ৩ মহিলাকে ধাক্কা মেরে পলাতক! ২০ দিন পরে পুলিসের জালে জনপ্রিয় অভিনেত্রী…

জানা গেছে, অভিনেতা বেশ কিছু দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। অভিনেতার ম্যানেজার এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মরদেহ এখনও হাসপাতালেই রয়েছে এবং রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

চার দশকেরও বেশি সময় সতীশ শাহ চলচ্চিত্র ও টেলিভিশনে রাজ করেছেন। বলিউডে তিনি কখনও ভিলেন হয়েছেন কখনও তিনিই মাত করেছেন কমিক চরিত্রে। শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও তাঁর কমেডি মন কেড়েছে দর্শকের। ১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো’-তে একাধিক চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে কাল্ট স্ট্যাটাস এনে দেয়। তাঁর দীর্ঘ ফিল্মোগ্রাফিতে রয়েছে ‘হম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হা কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘ওম শান্তি ওম’-এর মতো জনপ্রিয় হিট ছবি, যা বিভিন্ন ঘরানায় তাঁর অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলে।

আরও পড়ুন- Premananda Maharaj: ‘আপনিই ঘটোত্‍কচ না?’ অভিনেতা রজাক খানের সঙ্গে সাক্ষাতে আনন্দিত প্রেমানন্দ মহারাজ…

টেলিভিশনে ‘সারভাই ভার্সেস সারভাই’ ধারাবাহিকে ইন্দ্রবদন সারভাই চরিত্রে তাঁর অভিনয় ভারতীয় টিভি ইতিহাসে অন্যতম আইকনিক কমেডি চরিত্র হিসাবে আজও পরিচিত। এছাড়াও, ১৯৮৪ সালের জনপ্রিয় সিটকম ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-তেও তিনি অভিনয় করেছিলেন, যা সেই যুগের অন্যতম জনপ্রিয় শো ছিল। সতীশ শাহের মৃত্যু ভারতীয় বিনোদন জগতে এক যুগের অবসান।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *