বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনে বিরাট রদবদল, ১০ জেলাশাসক-সহ ৬৪ আমলাকে বদলি| At least DM and other buracrats transfered in West Bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল। তার আগে রাজ্য প্রশাসনে বড় রদবদল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল রাজ্যে শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিউ। তার আগেই মোট ১৭ জন আইএএসকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন ১০ জেলাশাসকও। বদলি করা হয়েছে মোট ৬৪ জন আমলাকে। নবান্ন সূত্রে খবর, উত্সব শেষ হয়ে যাওয়ার পর এই বদলি আগে থেকেই ঠিক ছিল।

Add Zee News as a Preferred Source

দুই ২৪ পরগনার জেলাশাসক-সহ কোচবিহার, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, বীরভূমের জেলা শাসককে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে কলকাতা পুরসভার কমিশনারকেও। নতুন কমিশনার হলেন সুমিত গুপ্ত। প্রাক্তন কমিশনারকে বীরভূমের জেলা শাসক করা হয়েছে। সবেমিলিয়ে মোট ১৭ জন আইএএসের পদ রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১০ জন জেলাশাসক।

আরও পড়ুন-ব্রিটেনে ভয়ংকর বর্ণবিদ্বেষ! ভয়াবহ নির্যাতন, ‘ধর্ষিতা’ ভারতীয় যুবতী! উদ্ধার রাস্তা থেকে…

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, দিতেই হবে একশো দিনের টাকা! জমিদারদের হার বললেন অভিষেক

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার জেলাশাসক ছিলেন মণীশ মিশ্র। তাঁকে কোচবিহারের জেলা শাসক করা হয়েছে। ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়ালকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ণ পর্ষদে। শিল্প ও বাণিজ্য দফতরের রাজু মিশ্রকে কোচবিহারের জেলাশাসক করা হয়েছে। পুরুলিয়ার জেলাশসক রজত নন্দাকে পর্যটন দফতরের নির্দেশক করা হয়েছে। 

রাজ্যের ১০ মহকুমা শাসকের পদে বদলি করা হয়েছে ১০ জন আইএএস পদমর্যাদার অফিসারকে। মোট ১৫ জন আইএএস  আদিকারিককে বদলি করা হয়েছে অতিরিক্ত জেলা শাসক, যুগ্ম সচিব ও মহকুমা শাসকের পদে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *