ওড়ার সঙ্গে সঙ্গেই ভয়াল আগুন, ভয়ংকর বিস্ফোরণ! পোড়া কালো ধ্বংসাবশেষের মধ্যে কাউকে জীবিত পাওয়া যায়নি!। Kenya Plane Crash Tragic plane crash in Kenya 12 people feared dead near Maasai Mara National Reserve


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিমান দুর্ঘটনা। এবার অকুস্থল কেনিয়া (plane crash in Kenya)। দুর্ঘটনাটি ঘটেছে কোয়ালে (Kwale)। এটি একটি উপকূলীয় এলাকা (coastal region of Kenya)। অন্ততপক্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কেনিয়ার তরফে দুর্ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে প্লেনটি মাসাইমারা অরণ্যাঞ্চলের (Maasai Mara National Reserve) দিকে যাচ্ছিল। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পাহাড় ও বনের মধ্যের এক জায়গা। দিয়ানি এয়ারস্ট্রিপ (Diani airstrip) থেকে ৪০ কিমি ভিতরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Montha in Bengal Weather: ১১০ কিমির ভয়াল বেগে আছড়ে পড়া ‘মন্থা’য় পাহাড় কি প্লাবিত হবে, ডুববে দক্ষিণবঙ্গ, ভাসবে কলকাতা? কবে কাটবে দুর্যোগ?

কেনিয়ায় প্লেন দুর্ঘটনা 

জনপ্রিয় মাসাই মারা রিজার্ভে বিমান বিধ্বস্ত। ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেনিয়ায় এই মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় শোকের ছায়া কেনিয়ায়। কেনিয়ার উপকূলীয় অঞ্চল কোয়ালেতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। বিমানটি মাসাই মারা জাতীয় সংরক্ষিত বনাঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে যাচ্ছিল। তখনই সেটি দুর্ঘটনার শিকার হয়। দিয়ানি এয়ারস্ট্রিপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি পাহাড় ও বন-জঙ্গলে ঘেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কীভাবে দুর্ঘটনা

জানা গিয়েছে, প্লেনটিতে আগুন লেগে গিয়েছিল। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। ফলে দুর্ঘটনাস্থলে শুধু পোড়া ধ্বংসাবশেষ দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন এবং ঘটনাস্থলে পৌঁছে মানুষের দেহাবশেষ দেখতে পান। দুর্ঘটনার ধ্বংসাবশেষের মধ্যে কাউকে জীবিত পাওয়া যায়নি!

আরও পড়ুন: Baba Vanga’s Gold Prediction: কোথায় গিয়ে থামবে সোনার দাম? অবিশ্বাস্য ভাবে সামনে এল বাবা ভাঙ্গার আশ্চর্য ভবিষ্যদ্বাণী! বাবা ভাঙ্গার মতে…

উদ্ধার ও তদন্ত

বিমান সংস্থা মোম্বাসা এয়ার সাফারির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অসামরিক বিমান চলাচল সংস্থার সঙ্গে সহযোগিতা করছে এবং দুর্ঘটনা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানানো হবে। দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ইঞ্জিন বিকল হওয়া, আবহাওয়ার খামখেয়ালিপনা বা পাইলটের ত্রুটির মতো বিষয়গুলির উপর জোর দেওয়া হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *