জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিক্রির পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চলতি বছরে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে। জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস দল বিক্রির যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি এবারই পেয়েছে আরসিবি। গতবছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারীব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয়, আইপিএলের মালিকানা বদল হচ্ছে।
৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাজ্যের সংস্থাটি জানিয়েছে, আরসিবি (পুরুষ ও মহিলা দল উভয়) বিক্রির সিদ্ধান্ত নিছক তাঁদের ‘স্ট্র্য়াটেজিক রিভিউ’ ৷ উল্লেখ্য, আরসিবি’র মালিকপক্ষ ডিয়াজিয়ো যুক্তরাজ্যের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনস্ত একটি ভারতীয় সংস্থা ৷
বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জকে লেখা চিঠিতে ডিয়াজিয়ো এবং ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করার ব্যাপারে আশাবাদী তাঁরা ৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
