নর্দমায় রক্তাক্ত, নগ্ন অবস্থায় উদ্ধার চার বছরের শিশু! নির্মম যৌন নির্যাতন… তারকেশ্বর কাণ্ডে আটক দাদু…| Four year old girl found naked and bloody in sewer Grandfather detained in hooghly Tarakeshwar case


বিধান সরকার: তারকেশ্বরে ভোররাতে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ! ইতোমধ্যেই নির্যাতিতার দাদুকে আটক করেছে পুলিস বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, শনিবার দাদুর কথায় অসঙ্গতি দেখা দিলে পুলিসের মনে সন্দেহ জাগে। আর তাতেই তাকে আটক করা হয়। অন্যদিকে, চন্দননগর হাসপাতালে শিশুটির অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Brother Attacks Sister: বেধড়ক মারধর, চুলের মুঠি ধরে অমানবিক অত্যাচার! হাওড়ায় দাদার হাতে নির্যাতনের শিকার বোন…

ঘটনার সূত্রপাত:
তারকেশ্বরের স্টেশনেই আশ্রয় নিয়েছিল নির্যাতিতা। রাতে ঘুমোচ্ছিল মশারি তলায়। শুক্রবার ভোরের দিকে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভোর থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তাঁরা। দুপুরে স্টেশন লাগোয়া একটি ড্রেনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় শিশুকে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয় নির্যাতিতাকে।

এদিকে মেয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই থানায় যান নির্যাতিতার পরিবারের লোকেরা। কিন্তু থানা থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তরক্ষণ হচ্ছে দেখেও হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়নি। বিকেলে ফের মেডিক্যাল টেস্ট হয় নির্যাতিতার। সন্ধ্যায় পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে দফায় দফায় থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।

আরও পড়ুন:Bengal Weather Update: বাংলা জুড়ে শীতের আমেজ, বইছে পশ্চিমি হাওয়া! জেলায় কড়া ঠান্ডা, কলকাতায় কত ডিগ্রি? শীত কি ক্রমশ বাড়বে?

তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিসের অন্তর্গত। রেল পুলিসের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়’। জানান, ‘রাজ্য পুলিসের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *