Birbhum Incident: বাড়ি ঢোকার মুখে তরুণীকে লক্ষ্য করে একের পর এক গুলি, ঘটনাস্থলেই…


প্রসেনজিত্ মালাকার: বীরভূমের নলহাটিতে হাড়হিম করা ঘটনা। যুবতীকে লক্ষ্য করে পর পর ৪টি গুলি। গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ যুবতীর নাম সীমা খান। অভিযোগের তির যুবতীর স্বামীর দিকে।

Add Zee News as a Preferred Source

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবতী একটি বিউটি পার্লারের মালিক। আজ তিনি বিউটি পার্লার বন্ধ হয়ে বাড়ি ফিরেছিলেন। সেই সময় তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি করা হয়। একটি গুলি লাগে বুকে, দুটি গুলি লাগে হাতে, একটি কোমরে।

গুলিবিদ্ধ সীমা খানের বাড়ি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়ায়। নলহাটির পেকুরতলা এলাকায় তার একটি বিউটিপার্লার আছে। সেই বিউটিপার্লার বন্ধ করে আজ তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি ঢোকার মুখে দরজার কাছে তাকে লক্ষ করে চারটি গুলি ছোড়া হয়।

আরও পড়ুন-প্রকাশিত হল একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য লিস্ট, শূন্যপদ কত?

আরও পড়ুন-উত্তর দিনাজপুর থেকে আটক আল ফালাহ-র সেই ডাক্তারকে ছেড়ে দিল এনআইএ

পুলিসের প্রাথমিক অনুমান, যুবতীর স্বামীর রাজু খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবনতির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিস মহিলার স্বামী রাজু খানকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *