‘অবিলম্বে SIR বন্ধ করুন’, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর! CM Mamata Banerjee writes a letter to Chief Election commission to stop SIR Immediately


জি ২৪ ডিজিটাল ব্যুরো: ‘বিপজ্জনক সীমা পৌঁছে গিয়েছে’। রাজ্যে অবিলম্বে SIR বন্ধের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে উল্লেখ, ‘যেভাবে SIR করা হচ্ছে, তাতে পরিকল্পনার অভাব রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, একইসঙ্গে বিপজ্জনকও’।
রাজ্য়ে SIR নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছে তৃণমূল। বস্তুত, যেদিন রাজ্যে SIR শুরু হয়, সেদিন ধর্মতলায় আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রীর লেখা চিঠিতে উল্লেখ, ‘আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। SIR বিপজ্জনক সীমা পৌঁছে গিয়েছে। যেভাবে SIR করা হচ্ছে, তাতে পরিকল্পনার অভাব রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, একইসঙ্গে বিপজ্জনকও’।
 
সবিস্তারে আসছে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *