SIR আতঙ্ক! বাড়িতেই হঠাত্‍ সংজ্ঞাহীন বৃদ্ধা, হাসপাতালে নিয়ে যেতেই…An Elderly woman reportedly fall sick for SIR in Nadia


অনুপ দাস: SIR আতঙ্কে স্ট্রোক?  কলকাতায় NRS হাসপাতালে ভর্তি এক বৃদ্ধা। এখনও জ্ঞান ফেরেনি। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  How to Check Your Name in SIR List: এনুমারেশন ফর্ম তো জমা দিলেন, কিন্তু SIR তালিকায় যদি আপনার নাম খুঁজে না পান? আতঙ্কে…

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধার নাম নাজিরুন বেওয়া।  নাকাসিপাড়া ব্লকের কাশিয়াডাঙার বাসিন্দা তিনি। নাকাশিপাড়া বিধানসভার বিল্লগ্রাম অঞ্চলের ৬৮নম্বর বুথের ভোটার। স্বামী প্রয়াত। একমাত্র ছেলে কাজের সুবাদে থাকেন রানাঘাটে। প্রতিবেশীরা জানিয়েছেন, নাজিরুন আর্থিক অবস্থা খুবই খারাপ। দেখাশোনার করার মতো  কেউ নেই।

এদিকে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে SIR। প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন রীতিমতো আতঙ্কে ভুগছিলেন বছর ষাটেকের ওই বৃদ্ধা। এরপর বৃহস্পতিবার সকালেই হঠাত্‍-ই জ্ঞান হারান তিনি। বাড়ি তখন কেউ ছিল না।  প্রতিবেশীরাই,নাজিরুনকে নাকাশিপাড়া মুড়াগাছার একটি হাসপাতালে নিয়ে যান।  আই সি ইউ তে রেখে চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। শেষে রাতেই কলকাতার NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নজরে ছাব্বিশ। গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে চলছে SIR। এবার কী হবে? আতঙ্কিত অনেকেই। এমনকী, বিভিন্ন জেলায় আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। SIR নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছে তৃণমূল। যেদিন SIR শুরু হয়, সেদিনই কলকাতা মিছিল করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল, বৃহস্পতিবার অবিলম্বে SIR বন্ধের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছেন তিনি। 

আরও পড়ুন:  Anubrata Mandol: জন্মদিন জমজমাট! বোলপুরে পার্টি অফিসে মানুষের ঢল, জীবনে প্রথম কেক কাটলেন কেষ্ট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *